অর্ণব আইচ: তিলোত্তমার রাজপথে হেনস্তার শিকার এক তরুণী৷ অভিযোগ, ত্রিকোণ পার্কের কাছে শ্লীলতাহানি করা হয় তাঁর৷ বাধ্য হয়ে ১০০ নম্বর ডায়াল করে অভিযোগ জানান ওই তরুণী৷ তাঁর অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷
অভিযোগকারিণী রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা৷ শনিবার সন্ধে পাঁচটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি৷ গিয়েছিলেন বেলেঘাটা থানা এলাকার ত্রিকোণ পার্কের কাছে৷ অভিযোগ, সেই সময় এক যুবক তাঁকে উত্যক্ত করতে থাকে৷ প্রথমে বিশেষ পাত্তা দেননি মহিলা৷ কিন্তু মুহূর্তের মধ্যেই ওই যুবক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলেও অভিযোগ৷ বাধ্য হয়ে ১০০ নম্বর ডায়াল করেন তিনি৷
পুলিশ ফোন ধরলে ঘটনার অভিযোগ দায়ের করেন মহিলা৷ তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়৷ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা থানায়৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গোবিন্দ ভুঁইয়া৷ ট্যাংরা থানা এলাকার বাসিন্দা সে৷ মহিলা ওই যুবকের পূর্ব পরিচিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
এর আগেও রাতের শহরে হেনস্তার শিকার হয়েছেন টেলি তারকা, বক্সার-সহ অনেকেই৷ পুলিশের বিরুদ্ধে উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ৷ অনেকেই অভিযোগ করেছিলেন, বহু ক্ষেত্রেই ঘটনাস্থলের সঙ্গে নিকটবর্তী থানার এলাকা মিলছে না, এই অজুহাতে অভিযোগ নেয়নি পুলিশ৷ অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে লালবাজার৷ অভিযোগ জমা নেওয়ার ক্ষেত্রে কোনও গড়িমসি করা যাবে না বলেই নির্দেশিকাও জারি করা হয়েছে৷ তারপর থেকে তদন্ত শুরু হয়েছে৷ রাতের শহরে হেনস্তার মতো ঘটনা রুখতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে৷ কিন্তু এত ব্যবস্থাপনার মাঝে আবারও তিলোত্তমার রাজপথে হেনস্তার শিকার এক মহিলা৷ যদিও অভিযোগ পাওয়ামাত্রই তড়িঘড়ি পুলিশ ব্যবস্থা নেওয়ায় খুশি অভিযোগকারিণী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.