Advertisement
Advertisement
Molest

ঠাকুরপুকুরে কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন হেনস্তা! গ্রেপ্তার শিক্ষক

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

A student allegedly molested by teacher in Thakurpukur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2022 7:57 pm
  • Updated:November 28, 2022 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল ঠাকুরপুকুর (Thakurpukur)। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুরজিৎ ভট্টাচার্য। ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড়ের বাসিন্দা সে। ওই এলাকাতেই একটি কোচিং সেন্টার চালাত অভিযুক্ত। অভিযোগ, সেখানকার এক ছাত্রীর সঙ্গেই অভব্য আচরণ করে সুরজিৎ ভট্টাচার্য। ছাত্রীকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। বাড়িতে বিষয়টি জানানোর পরই নাবালিকাকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। সুরজিতের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ৬ মাস আগে বাপের বাড়ি গিয়ে আর ফেরেননি বধূ, স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় স্বামী]

কোচিং সেন্টারের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কোচিং সেন্টার মানে সেখানে একসঙ্গে অনেক পড়ুয়া পড়াশোনা করে, ফলে সেখানে এধরণের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: বাড়ির ছাদ ফুঁড়ে উঠেছে নারকেল গাছ, দোতলা বাড়ি বানিয়ে তাক লাগালেন পুলিশকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement