সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকঘণ্টা। বিকেলেই বিয়ের পিঁড়িতে বসবেন বঙ্গ বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সকালেই বাড়িতে হাজির হয়েছেন ঘনিষ্ঠরা। এরই মাঝে হুলস্থুল কাণ্ড। বাড়িতে ঢুকে পড়েছে সাপ। বিষয়টা সকলের নজরে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন সকলে। কিন্তু জানেন কি বিয়ের আসরে এই সাপ কীসের ইঙ্গিত? কী জানাচ্ছেন জ্য়োতিষীরা?
কেউ বলেন শুভ অনুষ্ঠানে সাপ মানেই ইতিবাচক ইঙ্গিত। কিন্তু সকলের মত কিন্তু এক নয়, অনেকেরই দাবি বিয়ের আসরে সাপ দেখাটা সাধারণত অশুভ। কারণ, সাপ মানেই বিপদ। এ প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় জ্যোতিষী শৌভিক ঘোষের সঙ্গে। তিনি বলেন, “শাস্ত্রে এর ব্যাখ্যা নেই। এখন জ্যোতিষ শাস্ত্র অনেক আধুনিক হয়েছে। বর্ষাকালে ঝোপ-ঝাড় থাকলে যে কোনও জায়গায় সাপ আসতেই পারে। এর সঙ্গে ভালো বা খারাপের কোনও যোগ নেই। একটি সাপের উপস্থিতি কখনই কারও ভাগ্য পরিবর্তন করতে পারে না। এর সঙ্গে গ্রহের পরিবর্তনের কোনও যোগ নেই, জন্মছকেও কোনও পরিবর্তন হয় না। ফলে শুভ-অশুভ বা উন্নতি-অবনতিতে এর কোনও ভূমিকা নেই।”
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জানা যায়, আজ অর্থাৎ শুক্রবার বিকেলে নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রিঙ্কু মজুমদারের। গতকালই বিয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন রিঙ্কুদেবী। শুক্রবার সকালে বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বললেন, “এ জীবনে সব করেছি, শুধু একটা কাজই বাকি ছিল। মা বরাবর বিয়ের জন্য বলতেন। মায়ের কথাতেই অবশেষে সিদ্ধান্ত নিলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.