বিধান নস্কর, বিধাননগর: এতদিন তিনি গার্ড দিয়ে নিয়ে এসেছেন কমিশনারকে। আজ কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা হাত ধরে সবার সামনে নিয়ে এলেন তাঁকে। সুরক্ষা দিলেন অন্য সহকর্মীরা। কেন আনলেন? যাঁকে নিয়ে কলকাতা বিমানবন্দরে এত ক্যামেরায় ঝলকানি কে তিনি কী বা করেছেন?
কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার নিরাপত্তারক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল। শুক্রবার মাউন্ট এভারেস্ট জয় করে ফিরলেন কলকাতায়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ পুলিশ কমিশনার। ছিলেন কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের বাহিনী। স্যরের জন্যই (পুলিশ কমিশনার) সবকিছু সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পৃথিবীর শীর্ষ চূড়া ছুঁয়ে ফেরা লক্ষ্মীকান্ত।
পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা লক্ষীকান্ত মণ্ডল। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার নিরাপত্তারক্ষী হিসাবে নিযুক্ত তিনি। তিনি এবার এপ্রিল মাসের ১০ তারিখ অভিযানে বেরন তিনি। দুর্গম পথ জয় করে যখন ফিরলেন চোখে মুখে ক্লান্তির ছাপ তবে তা ঢেকে দিয়েছে চূড়া জয়ের আনন্দ। পিছনেই দাঁড়িয়ে ছিলেন বাবা-মা।
বিমানবন্দরে দাঁড়িয়ে পুরো কৃতিত্ব দিয়ে গেলেন তাঁর কমিশনার স্যর ও কলকাতা পুলিশ সোশাল ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশনকে। লক্ষীকান্ত বলেন, “আমি এখানে দাঁড়িয়ে আছি স্যরের জন্য। উনি সবরমক সাহায্য করেছেন। আর্থিক থেকে মানসিক সমস্যা সবকিছুতেই পাশে থেকেছেন। পাশাপাশি ওয়েলফেয়ার কমিটি সাহায্য করেছে।” আগামীতে কোনও পরিকল্পনা রয়েছে কিনা প্রশ্নের উত্তরে বলেন, “এই সামিট জয়ে খুব খুশি। অনেকদিন ধরেই যাওয়ার পরিকল্পনা হচ্ছিল। স্যর বলেন এই বারই যেতে হবে। আগামীতে সুযোগ পেলে অবশ্যই যাব।”
সহকর্মীর রেকর্ডে গর্বিত কলকাতা ও রাজ্য পুলিশ। কমিশনার মনোজ বর্মা বলেন, “লক্ষ্মীকান্তের এই সাফল্যে আমরা সকলে গর্বিত। ওঁর সাফল্যে কলকাতা ও রাজ্য পুলিশ অভিনন্দন জানাতে উপস্থিত। এই অভিযানে যাওয়ার জন্য অনেক মনের সাহস, শারিরীক ও মানসিকভাবে ফিট থাকতে হয় সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার। আগামীতে লক্ষ্মী আরও সামিট জয় করবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.