Advertisement
Advertisement
Parnasree

খাস কলকাতায় আত্মঘাতী পুলিশকর্মী, কারণ নিয়ে ধোঁয়াশা

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

A police man allegedly killed himself in Parnasree | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 30, 2024 6:59 pm
  • Updated:January 30, 2024 6:59 pm  

অর্ণব আইচ: ফের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশকর্মী। এবার ঘটনাস্থল খাস কলকাতার পর্ণশ্রী থানা এলাকা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা।

জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম পুলক ব্যাপারী। বয়স ৩৫ বছর। কলকাতা পুলিশের ওয়ারলেস ব্রাঞ্চের কর্মী ছিলেন তিনি। পর্ণশ্রী থানা এলাকার গোপাল মিশ্র রোড এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। স্ত্রী থাকতেন সঙ্গে। মঙ্গলবার বাড়িতেই ছিলেন পুলিশ কর্মী। আচমকা গুলির শব্দ পান স্ত্রী। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে স্বামী। তিনিই তড়িঘড়ি প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় থানায়।

Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। মৃতের স্ত্রী, সহকর্মী ও পরিজনদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছে বাংলায়। সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হয়েছেন একাধিক পুলিশ কর্মী, জওয়ান। এবার সেই তালিকায় পুলকবাবু। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement