Advertisement
Advertisement
SSKM Hospital

‘দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে SSKM’, হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

বর্তমানে দুর্নীতিতে নাম জড়ানো জ্যোতিপ্রিয়, 'কালীঘাটের কাকু' ভরতি এসএসকেএমে।

A PIL file in calcutta high court against SSKM Hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 20, 2023 3:00 pm
  • Updated:December 20, 2023 3:29 pm  

গোবিন্দ রায়: হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন কিছু নয়। রোগীর পরিবারের বহু লোকজনই এমন নানা অভিযোগ করেন। কিন্তু এবার এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। আর তার জল গড়াল কলকাতা হাই কোর্টে। “দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে SSKM”, এই অভিযোগে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

হাই কোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার মামলা দায়ের করেন। তাঁর দাবি, বৃহত্তর স্বার্থে এই মামলা করেছেন। মামলাকারীর দাবি, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। অথচ চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব না দিয়ে এসএসকেএম হাসপাতালে সকলের সমান চিকিৎসার দাবি জানান মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: বড়দিনের শহরে রাস্তা আটকে কেকের পসরা, মাসে মোটা টাকা জরিমানা পুরসভার]

বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁদের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন মামলাকারী। ওই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালকে দিয়ে যাচাইয়ের দাবিও জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষায় ত্রুটি, সমস্ত স্তরের কর্মীকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ সিপিএমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement