Advertisement
Advertisement
US Consulate

কলকাতার মার্কিন দূতাবাসের সামনে আটক পাক মহিলা! ২৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ

সাম্প্রতিক সীমা হায়দার কাণ্ডের প্রেক্ষিতে ঘটনাটি বিশেষ মাত্রা পেয়েছে।  

A Pakistani woman detained after suspicious movements in front of the US Consulate in Kolkata late night। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 30, 2023 11:20 am
  • Updated:July 30, 2023 11:20 am

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: কলকাতায় মার্কিন কনস্যুলেট তথা দূতাবাসের সামনে গভীর রাতে সন্দেহজনক গতিবিধি এক মহিলার। পাক চর সন্দেহে তাঁকে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পালা। যদিও প্রমাণ না মেলায় শেষমেশ ২৪ ঘণ্টা বাদে সন্দেহভাজনকে ছেড়ে দিল কলকাতা পুলিশ। সাম্প্রতিক সীমা হায়দার কাণ্ডের প্রেক্ষিতে ঘটনাটি বিশেষ মাত্রা পেয়েছে।  

অভিযোগ, শুক্রবার রাতের অন্ধকারে হো চি মিন সরণির মার্কিন কনস্যুলেটের (US Consulate) আশপাশে ঘোরাঘুরি করছিলেন মহিলা। সিসিটিভিতে তাঁকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। মহিলার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট উদ্ধার হয়েছে। এরপরই তৎপর হয়ে পড়েন গোয়েন্দারা। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল থেকে পাকিস্তানে (Pakistan) বহুবার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ফোনকল, সোশ্যাল মিডিয়ার চ্যাট দেখেও সন্দেহ প্রকাশ করেন গোয়েন্দারা। কারণ, কিছুদিন আগে উত্তরপ্রদেশের এটিএস-এর হাতে ধরা পড়েছে সন্দেহভাজন পাক চর সীমা হায়দার। এরপর থেকে আরও সতর্ক দেশের প্রত্যেকটি রাজ্য ও শহরের গোয়েন্দারা। তার উপর ২১ বছর আগে কলকাতার আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার ঘটনা এখনও দাগ রেখে গিয়েছে। ফলে মার্কিন কনস্যুলেটের  সামনে পাক মহিলার সন্দেহজনক আনাগোনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন গোয়েন্দারা।

Advertisement

[আরও পড়ুন: নেট-সেটে উত্তীর্ণ লোধা শবর সম্প্রদায়ের যুবক, অধ্যাপক নয়, ছেলে প্রাথমিক শিক্ষক হোক, চান বাবা]

তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ থাকতে পারে বলে টানা জেরাপর্ব চলতে থাকে। প্রায় ২৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় তাঁর কাছ থেকে আইএসআই যোগ বা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজের প্রমাণ গোয়েন্দারা পাননি বলে জানা গিয়েছে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দা সূত্র জানিয়েছে, আত্মীয়র মাধ‌্যমে কলকাতার এক যুবকের সঙ্গে পাক মহিলার বিয়ে হয়। লকডাউন কাটতে ২০২১ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তান থেকে দিল্লি হয়ে কলকাতায় আসেন।

কলকাতায় স্বামীর সঙ্গে  থাকেন। স্বামী বেকার। মহিলা কাজ করে সংসার চালান। প্রায় ৬ মাস আগে মধ্য কলকাতার তালতলা এলাকার  একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নেন ওই দম্পতি। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মহিলার এই দেশের ভিসা রয়েছে। পাক মহিলার দাবি, যেহেতু কলকাতার ভিসা আগামী কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তাই তিনি মধ্যপ্রাচ্য হয়ে আমেরিকায় চলে যাওয়ার ছক কষেছিলেন। সেখানেই জীবিকা অর্জনের পরিকল্পনাও ছিল তাঁর। সেজন‌্য তিনি মার্কিন কনস্যুলেটে যোগাযোগ করতে এসেছিলেন। মহিলা বিউটি পার্লারে কাজ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সকাল ১১টায় বেরিয়ে যেতেন। ফিরতেন রাত সাড়ে ৯টা নাগাদ।  গোয়েন্দারা মহিলার স্বামীকেও  জিজ্ঞাসাবাদ করেন। তবে ছেড়ে দেওয়া হলেও তাঁর গতিবিধির ওপর গোয়েন্দারা নজর রাখছেন বলে সূত্রের খবর। 

[আরও পড়ুন: হস্টেলের ছাদ থেকে পড়ে প্রাণহানি! বিহারের কলেজে পড়তে গিয়ে বাংলার যুবকের রহস্যমৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement