সুব্রত বিশ্বাস: যাত্রী পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে রেল মন্ত্রক। সুরক্ষার স্বার্থে নিয়মিত চলছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains)। আগামী ২৫ ও ২৬ নভেম্বর শিয়ালদহ (Sealdah) মেন ও বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টা ৩৫ থেকে রবিবার সকাল ৭টা ৩৫ মিনিট পর্যন্ত যে সমস্ত ট্রেন চলে, তার মধ্যে থেকেই কয়েকটি বাতিল থাকবে বলে জানানো হয়েছে। দিনের অন্য সময়ে ভিড়ের মাঝে যাত্রীদের যাতে তেমন অসুবিধা না হয়, সেই দিক মাথায় রেখে এই সময়ে ট্রেন বাতিলের (Cancel)সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় মোট ২১ জোড়া ট্রেন বাতিল শনি ও রবিবার। একনজরে দেখে নিন এই কোন কোন ট্রেন বাতিল থাকছে –
এছাড়া বজবজ-নৈহাটি (Budgebudge-Naihati)লোকালের আপ ট্রেনটি নৈহাটির বদলে শিয়ালদহ পর্যন্ত যাবে। অন্যদিকে, ডাউন ট্রেনটি বজবজের পরিবর্তে শিয়ালদহ পর্যন্ত চলবে।
শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেনগুলিরও সময়সূচি বদল করা হয়েছে। রবিবার ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬টা ৫০ এর বদলে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ৬টা ৫০এর বদলে ছাড়বে সকাল ৮টা ২০ তে। ট্রেন বাতিল, সময়সূচি বদলের জন্য যাত্রীরা বেশ খানিকটা সমস্যার মুখে পড়বেন, তা বুঝে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.