Advertisement
Advertisement

Breaking News

Sarsuna

দাদার যৌন লালসার শিকার নাবালিকা! ন্যক্কারজনক ঘটনার সাক্ষী সরশুনা

শুধু দাদা নয়, বন্ধুর যৌন লালসার শিকারও নাবালিকা।

A minor girl physically harassed in Sarsuna | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 13, 2024 4:36 pm
  • Updated:February 13, 2024 4:36 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খাস কলকাতায় দাদা ও বন্ধুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নাবালিকার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। আটক ১। ঘটনাস্থল বেহালার সরশুনা।

জানা গিয়েছে, বেহালার সরশুনার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। সম্প্রতি বিস্ফোরক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয় সে। অভিযোগ, বাড়িতে দাদার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিল সে। এখানেই শেষ নয়। পরবর্তীতে এক বন্ধুও তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পকসো ধারায় মামলা দায়ের করে পুলিশ। শুরু হয় তদন্ত।

Advertisement

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম জিৎ কুণ্ডু। তার বয়স ১৯ বছর। সরশুনা থানা এলাকার জাভেদ ঘোষ রোডের বাসিন্দা সে। অপরজন অর্থাৎ নির্যাতিতার দাদার উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। বয়স ২৮ বছর। সেও সরশুনার বাসিন্দা। অভিযুক্তদের কঠোরশাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ও পরিজনরা। প্রসঙ্গত, কলকাতার বুকে এই ঘটনা প্রথম নয়। এর আগেও পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়েছে নাবালিকারা। অনেকক্ষেত্রেই আতঙ্কে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস দেখাতে পারেনি।

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement