Advertisement
Advertisement
ধর্ষণ

ভয় দেখিয়ে ডাক্তারি পড়ুয়াকে লাগাতার ‘ধর্ষণ’, কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক

অভিযোগ, নির্যাতিতাকে কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিত অভিযুক্ত।

A medical student allegedly raped by a doctor in Kolkata

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 12, 2020 8:53 pm
  • Updated:August 12, 2020 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ভয় দেখিয়ে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। বেশ কিছুদিন আগেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। মঙ্গলবার শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর।

জানা গিয়েছে, তিলোত্তমার বাসিন্দা ওই তরুণী কলকাতা মেডিক্যাল কলেজেরই (Medical College Kolkata) পড়ুয়া। প্রথম বর্ষে ভরতির পরই এক চিকিৎসকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তাঁর। প্রভাব খাটিয়ে ছেলেদের হস্টেলে ওই ছাত্রীর থাকার ব্যবস্থাও করে দেয় সে। সেই থেকেই গভীর হতে থাকে সম্পর্ক। একাধিকবার ছাত্রীর সঙ্গে সহবাস করেন ওই ডাক্তার। সূত্রের খবর, এরপর প্রেমিকের সম্পর্কে নানারকম তথ্য কানে আসে ওই তরুণীর। তখনই সম্পর্ক থেকে বেরনোর চেষ্টা করতে শুরু করে সে। সেখানেই সমস্যার শুরু। অভিযোগ, বিচ্ছেদ চাইতেই বিভিন্নভাবে প্রেমিকাকে হুমকি দিতে শুরু করে অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: মোবাইলে ব্যস্ত মা! খেলতে খেলতে দুর্গাপুরের ক্যানালে তলিয়ে মৃত্যু ৪ বছরের খুদের]

ছাত্রীর বক্তব্য অনুযায়ী, সম্পর্ক থেকে বের হলে ওই ছাত্রীকে ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার ভয়ও দেখানো হয় তরুণীকে। এরপরই গোটা বিষয়টি জানিয়ে বউবাজার থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিক্যাল কলেজে শারীরিক পরীক্ষা হয়। তবে সেখানে অভিযুক্ত প্রভাব খাটিয়ে রিপোর্ট পালটে দিতে পারে সেই অনুমান করে মঙ্গলবার এসএসকেএমে ফের শারীরিক পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে খবর, হস্টেলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা।

[আরও পড়ুন: লকডাউনের দিন পরিবর্তন নিয়ে সরকারকে ‘অপদার্থ’ তকমা দিলেন রাহুল সিনহা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement