Advertisement
Advertisement
অগ্নিকাণ্ড

খিদিরপুরে ঝুপড়িতে আগুন, দমকলের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ১০টি ইঞ্জিন৷

A massive fire engulfs in Khidipur's Vukailash lane

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 8, 2019 2:14 pm
  • Updated:August 8, 2019 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল খিদিরপুরের ভূকৈলাস রোড৷ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত একটি ঝুপড়ি৷ দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় চলছে আগুন নেভানোর কাজ৷

বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ আচমকাই খিদিরপুরের ভূকৈলাস রোডের ঝুপড়িতে আগুন লেগে যায়৷ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ংকর রূপ নেয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়৷ প্রথমে দমকলের দু’টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়৷ তবে আগুন নিমেষে ভয়াল রূপ নেওয়ায় দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঝুপড়িতে গিয়ে পৌঁছয়৷ আপাতত ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে৷

Advertisement

[আরও পড়ুন: ‘খোলামেলা পোশাকই ধর্ষণে দায়ী!’ যুক্তি দেখিয়ে শর্টস পরা তরুণীকে মার প্রৌঢ়ার]

অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷ দমকলকর্মীদের তরফে জানানো হয়েছে, ধোঁয়ার জেরে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছনো সম্ভব হয়নি৷ ওই ঝুপড়িতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছুই বলতে পারছেন না দমকল কর্মীরা৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেশলাই কিংবা সিলিন্ডার লিক হওয়ার ফলেই অগ্নিকাণ্ড ঘটেছে৷

[আরও পড়ুন: চারদিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল, জানুন বিকল্প রাস্তাগুলি কী কী]

জানা গিয়েছে, প্রায় পুরো ঝুপড়িই ভস্মীভূত হয়ে গিয়েছে৷ তাই স্বাভাবিকভাবে বাসিন্দাদের থাকা সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দমকলের বিরুদ্ধে গড়িমসির অভিযোগে সরব স্থানীয়রা৷ তাঁদের দাবি, রাস্তা সংকীর্ণ এই অজুহাতেই ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা সময় লেগেছে দমকলের৷ তাই ধীরে ধীরে প্রায় গোটা ঝুপড়িই গ্রাস করে নিয়ে আগুনের লেলিহান শিখা৷ তবে দেরিতে কাজ শুরু করার অভিযোগ অস্বীকার করেছেন দমকল কর্মীরা৷ তবে পালটা কোনও প্রতিক্রিয়া দমকল কর্মীরা দিতে নারাজ৷ আপাতত ওই ঝুপড়ির আগুন নেভানোই প্রথম লক্ষ্য বলেই দাবি তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement