Advertisement
Advertisement

Breaking News

Krishnanagar

গয়না গড়তে দিয়েছিলেন ব্যবসায়ী, সোনা নিয়ে চম্পট কারিগরের

অভিযুক্তকে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A man was arrested from Krishnanagar on the charge of stealing gold in Boubazar

উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থ।

Published by: Subhankar Patra
  • Posted:December 8, 2024 12:14 pm
  • Updated:December 8, 2024 12:43 pm  

অর্ণব আইচ: কারিগরকে সোনা গড়তে দিয়েছিলেন বউবাজারের স্বর্ণ ব্যবসায়ী। কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে গয়না ফেরত দেবেন তিনি। কিন্তু সময় পেরিয়ে যাওয়া পরও সোনা পাননি ব্যবসায়ী। এমনকী বেপাত্তা হয়ে যান কারিগর। মুচিপাড়া থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা ও ৪৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারীরা। তাঁকে কলকাতায় আনা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসে বিপুল কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ী গয়না গড়তে নদিয়ার বাসিন্দা দিলীপকে সোনা দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সোনা ফেরত দেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না বলে অভিযোগ। তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বাসিন্দা। বিভিন্ন সূত্র ও মোবাইল ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে অভিযুক্ত কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে সঙ্গীতা সিনেমা হলে যাবেন। সেই মোতাবেক কৃষ্ণনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। সেখানেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। দিলীপ ঘটনাস্থলে আসতেই গ্রেপ্তার করা হয়।

Advertisement

ধৃতকে হাতে পেতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। তার পরই দিলীপের থেকে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া মেনে সোনা মালিকের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement