Advertisement
Advertisement
A man killed in shootout at Narayanpur

লেকটাউনের পর নারায়ণপুর, ভরসন্ধেয় শুটআউটে খুন প্যারোলে মুক্তি পাওয়া আসামি

এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

A man killed in shootout at Narayanpur । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 20, 2023 9:34 pm
  • Updated:July 20, 2023 9:37 pm  

বিধান নস্কর, দমদম: লেকটাউনের পর বিধাননগরের নারায়ণপুর। ভরসন্ধেয় দমকলের সামনে চলল গুলি। শুটআউটে নিহত প্যারোলে মুক্তি পাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত দেবজ্যোতি ঘোষ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। প্যারোলে মুক্তি পেয়েছিল সে। নিয়মমতো প্রতিদিন তাকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত তাকে। বৃহস্পতিবার সন্ধেয় নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিল সে। যদিও পরিবারের দাবি, সে ওষুধ কিনে বাড়ি ফিরছিল। সেই সময় নারায়ণপুরের দমকলের সামনে একাধিক বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় তারা।

Advertisement

[আরও পড়ুন: প্রতিবেশী যুবকের সঙ্গে ঘনিষ্ঠ মা! দেখে ফেলায় ছেলেকে ‘খুন’ মহিলার]

গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দেবজ্যোতি। উদ্ধার করে গুলিবিদ্ধ দেবজ্যোতিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা গুলি চালাল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানার পুলিশ। শুটআউটের সময় দেবজ্যোতি ঘোষের গাড়িতে শুভ নামে এক ব্যক্তি ছিল। তাকে আটক করা হয়েছে।

[আরও পড়ুন: ‘উপাচার্যের আচরণ লজ্জাজনক’, অমর্ত্যর জমিজট নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মার্কিনি নোবেলজয়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement