Advertisement
Advertisement
Maidan murder

ময়দানে ফিরল স্টোনম্যান আতঙ্ক! গাছের নিচে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

মৃত ব্যক্তি ময়দান এলাকায় জল বিক্রি করতেন।

A man found dead at Maidan, creates stone man speculation। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 4, 2023 9:07 am
  • Updated:January 4, 2023 9:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দানে ফিরে এল স্টোনম্যান আতঙ্ক (Stoneman)। মঙ্গলবার দুপুরে মাথায় আঘাতের চিহ্ন নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল এক ব্যক্তির মৃতদেহ। ঠিক তার পাশেই রাখা একটি স্টোন স্ল্যাব। তাতেও লেগে রয়েছে রক্তের দাগ। মঙ্গলবার দুপুরে ময়দান থানা এলাকার এই ঘটনায় তোলপাড় পড়ে যায়। মুখে মুখে ছড়িয়ে পড়ে স্টোনম্যান আতঙ্ক। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এদিনই ময়নাতদন্ত করলে সন্ধ্যার পর বিষয়টি পরিষ্কার হয়। পুলিশ জানতে পারে তিনি খুন হননি।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ময়দানের একটি গাছের নিচে বছর সাতচল্লিশের এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এলাকার কয়েকজন সামনে গিয়ে দেখেন, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন। মুখে লেগে রয়েছে চাপ চাপ রক্তের দাগ। পোশাকেও রক্তের দাগ স্পষ্ট। মৃতের পাশে একটি স্টোন স্ল্যাব। তাতেও লেগে রয়েছে রক্ত।

Advertisement

[আরও পড়ুন: সিংহাসনে বসার পর প্রথমবার ফোনে কথা রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী মোদির, কী নিয়ে আলোচনা?]

ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন পথচলতি মানুষ থেকে স্থানীয়রা। তখনই কলকাতায় স্টোনম্যান আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন লালবাজারের গোয়েন্দারা। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। একই সঙ্গে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ব্যবসায়ী বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী অফিসাররা। তখনই জানা যায়, মৃত ব্যক্তি ময়দান এলাকায় জল বিক্রি করতেন।

এদিকে, দুপুর পেরিয়ে সন্ধ্যা গড়াতে স্টোনম্যান নিয়ে আতঙ্ক আরও বেড়ে যায়। ভিড় কমতে শুরু করে ময়দান চত্বরে। পুলিশ রহস্য উদঘাটন করতে তৎপর হয়। তাই এদিনই মৃতদেহের ময়নাতদন্ত করার ব্যবস্থা করা হয়। রাতে পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট এলে কিছুটা স্বস্তি ফেরে। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিকে খুন করা হয়নি। ঘটনার রাতে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ময়নাতদন্তের রিপোর্টে সেই নমুনা মিলেছে। তাই মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে পড়ে মাথায় আঘাত লেগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই অনুমান।

[আরও পড়ুন: ‘যদি বাড়িতে হামলা হয়!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুলতে নারাজ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement