Advertisement
Advertisement
A man committed suicide at Esplanade metro station

Kolkata Metro: মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

মেট্রো পরিষেবা না মেলায় বিপাকে পড়েন যাত্রীরা।

A man committed suicide at Esplanade metro station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 14, 2022 9:19 am
  • Updated:January 14, 2022 11:18 am  

নব্যেন্দু হাজরা: সাতসকালে মেট্রোয় (Kolkata Metro) ঝাঁপ এক ব্যক্তির। শুক্রবার সকালে এসপ্ল্যানেড স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ব্যাহত কবি সুভাষগামী মেট্রো পরিষেবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭.৪৫ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢুকছিল।আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি।লাইনের উপরেই কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ততক্ষণে মৃত্যু হয় ওই ব্যক্তির।

Advertisement

[আরও পড়ুন: COVID-19 Update: করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ল রাজ্যে, সামান্য নিম্নমুখী কলকাতার গ্রাফ]

দুর্ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ২৪ পর্যন্ত কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়। অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

আত্মঘাতী ওই ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। তাঁর কাছে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগের ভিতর থেকে কিছুই পাওয়া যায়নি বলেই খবর। আত্মঘাতীর পরিচয় জানার চেষ্টা চলছে।  

[আরও পড়ুন: অক্ষর চুরি হওয়ায় কলেজের নাম বিকৃত হয়ে ‘লেডি ব্রা’, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement