Advertisement
Advertisement

Breaking News

Man arrested for allegedly raped his daughter's friend in Kolkata

জোর করে মদ্যপানের পর ধর্ষণ! বন্ধুর বাবার যৌন লালসার শিকার কিশোরী

নদিয়ার তেহট্ট থেকে গ্রেপ্তার অভিযুক্ত।

A man arrested for allegedly raped his daughter's friend in Kolkata । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 31, 2022 8:56 am
  • Updated:January 31, 2022 8:56 am  

অর্ণব আইচ: বন্ধুর বাবার যৌন লালসার শিকার এক কিশোরী ছাত্রী। তাকে জোর করে মদ্যপান করিয়ে যৌন নিগ্রহ করা হয়, অভিযোগ এমনই। এই অভিযোগে নদিয়া থেকে মহানন্দ মণ্ডল নামে ওই অভিযুক্তকে পূর্ব কলকাতার আনন্দপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, দু’দিন আগে বিকেলে বন্ধুর বাড়িতে বেড়াতে যায় আনন্দপুরের চৌবাগার বাসিন্দা ১৪ বছর বয়সের ওই কিশোরী। বন্ধুর বাবা মহানন্দ তার মেয়েকে ফুচকাওয়ালার কাছ থেকে চুরমুর আনতে পাঠায়। সেই ফাঁকে কিশোরীকে একা পায় সে। অভিযোগ, তাকে জোর করে মদ্যপান করায় ওই ব্যক্তি। এরপর প্রায় অচেতন হয়ে যায় কিশোরী। সেই সুযোগকে হাতছাড়া করেনি মহানন্দ। মেয়ের বান্ধবীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: কমবয়স থেকে ধূমপানে আসক্ত? প্রভাব পড়তে পারে নাতনির উপর! চাঞ্চল্যকর দাবি গবেষণায়]

অসুস্থ হয়ে পড়ে কিশোরী। নেশার ঘোর কাটলে কোনওমতে বাড়ি ফেরে সে। অসুস্থ অবস্থায় মেয়ে বাড়ি ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। কিশোরীকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করান অভিভাবকরা।

কিশোরীকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালে যায়। ঠিক কী ঘটেছিল, তা জানতে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কাছে পুরো ঘটনাটি খুলে বলে কিশোরী। এরপর জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে বন্ধুর বাবার বিরুদ্ধে আনন্দপুর থানায় পকসো আইনে মামলা দায়ের হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় ধরপাকড়। রবিবার রাতে নদিয়া থেকে অভিযুক্ত মহানন্দকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

[আরও পড়ুন: কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement