অর্ণব আইচ: ফের বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ। নিখোঁজ শিয়ালদহ কোর্টের আইনজীবী। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সে কারণেই চরম সিদ্ধান্ত নেন বলেই মনে করা হচ্ছে। তবে কেন মানসিক অবসাদে ভুগছিলেন আইনজীবী, তা স্পষ্ট নয়। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে রেলিং টপকে ঝাঁপ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘন্টাখানেক আগে তাঁকে রেলিং টপকে ঝুলতে দেখেন অন্যান্য বাইক ও গাড়ির আরোহীরা। তাঁকে নেমে আসতে বলেন। কিন্তু ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন যুবক। মুহূর্তের মধ্যে সেতু থেকে ঝাঁপ দেন। জানা গিয়েছে, তিনি ফুলবাগানের বাসিন্দা। কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানা। তাঁর বাইকটি উদ্ধার করে। কিছুদিন আগে একইভাবে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। এই খবর পেয়ে বিএনজির ডুবুরিরা ও জল পুলিশ নিখোঁজ যুবকের সন্ধান করছে। রেলিংয়ে উপর অতিরিক্ত ব্যারিয়ার তৈরি করার পরও কীভাবে অনেকেই ঝাঁপ দিচ্ছেন তা জানার চেষ্টা হচ্ছে বলে দাবি পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.