Advertisement
Advertisement
ড্রেজার

ড্রেজার পরিষ্কারে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক, কাঠগড়ায় বন্দর কর্তৃপক্ষ

বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ অন্যান্য কর্মীদের৷

A labour has been drowned into the river
Published by: Tanujit Das
  • Posted:March 24, 2019 9:15 am
  • Updated:March 24, 2019 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেজার পরিষ্কার করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের এক কর্মী৷ ওই কর্মীর নাম মহম্মদ আকবর আলি৷ ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহের খোঁজ চালানো হচ্ছে৷ তবে এই ঘটনার পর থেকেই নিরাপত্তার দাবিতে বন্দরের গেটে বিক্ষোভ দেখান অন্যান্য কর্মীরা৷ তাঁদের দাবি, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বন্দর কর্তৃপক্ষকে৷ নাহলে কাজ বন্ধ থাকবে৷

[কলকাতা-কুনমিং বিমান পরিষেবা সীমিত হওয়ায় বাণিজ্যে প্রভাব, চিন্তিত চিন ]

Advertisement

জানা গিয়েছে, কয়েকদিন আগে বিচালি ঘাটের কাছে একটি ড্রেজার গঙ্গায় ডুবে যায়৷ শনিবার সেটিকে তুলে পরিষ্কার করার কাজ করছিলেন বন্দরের বেশ কয়েকজন কর্মী৷ ড্রেজারটি দড়ি দিয়ে অন্য জাহাজের সঙ্গে বাঁধা ছিল৷ কিন্তু হঠাৎ সেটি জলের আরও গভীরে চলে যায়৷ এরপর অন্যান্য কর্মীরা জল থেকে উঠে আসতে পারলেও, ডুবে যান মহম্মদ আকবর আলি৷ শনিবার থেকেই ডুবুরি নামিয়ে তাঁর দেহের খোঁজ চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ৷ কিন্তু রবিবার সকাল পর্যন্ত কোনও খোঁজ মেলেনি বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, শনিবার গঙ্গায় জোয়ার চলে আসায় এবং হঠাৎ জল বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে বাধাপ্রাপ্ত হন কর্মীরা৷

[নজরে দিল্লি, বাংলার পাশাপাশি অন্য ভাষাতেও প্রকাশ হবে তৃণমূলের ইস্তেহার]

এরপর রবিবার সকাল থেকেও ফের ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷ কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বন্দরের অন্যান্য কর্মীদের একাংশ৷ তাঁদের দাবি, শনিবার যে ঘটনা ঘটেছে, পরবর্তীকালে সেটা আবারও ঘটতে পারে৷ সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষকে তাঁদের নিরপত্তা নিশ্চিত করতে হবে৷ যা এতদিন হয়ে করা হয়নি৷ নাহলে তাঁদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement