Advertisement
Advertisement
Primary TET

প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ, হাই কোর্টে দায়ের মামলা

অস্বচ্ছতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে বাম-কংগ্রেস।

A group of candidates of Primary TET file case at Calcutta HC accussing irregulation of employment |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 18, 2021 8:38 pm
  • Updated:February 18, 2021 8:44 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: প্রাথমিক টেটে (Primary TET) প্রার্থী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta HC)। দিন কয়েক আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার আদালত খুলতেই সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগে দায়ের হল মামলা। এদিন কয়েকশো চাকরিপ্রার্থী বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দ্বারস্থ হন। মামলাকারীদের অভিযোগ, মেধাতালিকায় বেনিয়ম হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগের বেশ কয়েকটি ধাপ শেষ করে ফেলেছে পর্ষদ। এক মামলাকারী অনামিকা মণ্ডলের আইনজীবী ফিরদৌস শামিম জানান, অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশ হয়েছে। তাছাড়া, ২০১৪ র  সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না করেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি স্বরস্বতী পুজোর দিন ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে গত ২৩ ডিসেম্বর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। মূলত যাঁদের প্রশিক্ষিত প্রার্থীরা আবেদনের যোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। এরপর জানুয়ারিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়। ১৬ তারিখ ওই মেধাতালিকা প্রকাশ হয়। এরপরই তালিকায় একাধিক অসঙ্গতি রয়েছে দাবি করে আদালতের দ্বারস্থ হলেন কয়েকশো প্রার্থী। আদালতে এ নিয়ে মামলা দায়েরের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল বাম ও কংগ্রেস। ভোটের দিকে তাকিয়ে এই নিয়োগ হচ্ছে এবং কর্মপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে সরকার। অভিযোগ বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা নেতা সুজন চক্রবর্তীর।

Advertisement

[আরও পডুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আরও সক্রিয় রাজ্যপাল, SSKM-এ গিয়ে দেখে এলেন জাকির হোসেনকে]

এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ে ডাক পেয়েও অনেকের চাকরি হয়নি। বর্ধমানে প্রতিবাদে বিক্ষোভে শামিল হন শতাধিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাংলা মাধ্যমের চাকরি প্রাথীদের কাউন্সেলিং চলছিল বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের শাখায়। পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর অনুযায়ী সফল প্রার্থীরা উপস্থিত হন কাউন্সেলিং-এ। কাউন্সেলিং শুরু হওয়ার কিছুক্ষণ পর কয়েকজন প্রার্থীকে ভিতরে ডেকে নিয়ে বাকিদের পরে যোগাযোগ করার জন্য বলা হয়। এতেই ক্ষুব্ধ হন তাঁরা। যথাযথ বিজ্ঞপ্তি দিয়ে নির্দিষ্ট দিন জানানো নাহলে তাঁরা যাবেন না বলে বিক্ষোভ দেখাতে থাকেন। সন্ধে পর্যন্ত তা চলে।

[আরও পডুন: মিদ্দার পরিবারের পাশে বাঙালি লেখক, বই লিখে রাতারাতি তুললেন ৭৪ হাজার টাকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement