সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহানগরের বুকেই পোকার খেলার আড়ালে রমরমিয়ে চলছিল জুয়াচক্র৷ বৃহস্পতিবার মধ্যরাতেই পুলিশি অভিযান চালিয়ে হাতে না হাতে ধরে ফেলা হয় এই চক্র৷ ক্লাব থেকে গ্রেফতার করা হয় ৩২ জনকে৷
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যামাক স্ট্রিট এলাকার প্যান্টালুনস বিল্ডিংয়ে অবস্থিত ইম্পেরিয়াল ক্লাবে এই জুয়াচক্র চলত৷ আপেক্ষিকভাবে এই ক্লাবটিতে পোকার খেলা হয় এমনটাই জানে কলকাতাবাসী৷ সম্প্রতি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পুলিশ এই ক্লাবে একটি জুয়াচক্রের হদিস পায়৷ সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার পুলিশ পৌঁছে যায় ওই ক্লাবে৷ আর সেখানেই ধরা পড়ে ক্লাবের মালিক, ম্যানেজার, খেলোয়াড়-সহ ৩২ জন৷ এছাড়াও ইম্পেরিয়াল ক্লাব থেকে সাড়ে ৬ লক্ষ টাকা ও আরও কিছু জরুরি নথি বাজেয়াপ্ত করা হয়৷
পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ শুক্রবারই তাদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.