Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণ

পোষ্য কুকুরকে ধর্ষণের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে, চাঞ্চল্য দমদমে

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A dog raped bya man in dumdum area, accused arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 5, 2020 1:55 pm
  • Updated:March 5, 2020 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৈশাচিক! পোষ্য সারমেয়কে ধর্ষণের অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদমের বেদিয়াপাড়া এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বেদিয়া পাড়ার বাসিন্দা এক ব্যক্তি এদিন ঘরে বসেই একটি সারমেয়র চিৎকার শুনতে পান। স্বাভাবিকভাবেই তাতে খুব একটা আমল দেননি তিনি। মুহূর্তে চিৎকার আর্তনাদে পরিণত হয়। এরপরই বাইরে বেরিয়ে আসতেই ভয়ংকর দৃশ্য তাঁর নজরে পড়ে। দেখেন তাঁদের পোষ্য সোনামণি নামে কুকুর ছানাকে ধর্ষণ করছেন তাঁরই ভাড়াটে বৈদ্যনাথ দেবনাথ। কুকুরটির চিৎকারে ততক্ষণে আরও বেশ কয়েকজন জড়ো হন সেখানে। এরপর তাঁদের তরফে গোটা বিষয়টি জানানো হয় পশুপ্রেমী সংগঠনগুলিকে।

Advertisement

[আরও পড়ুন: চক্ষু চিকিৎসার জন্য সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগ, বারুইপুর হাসপাতালে চালু নয়া পরিষেবা]

পশুপ্রেমী সংগঠনের তরফেই অভিযুক্তের বিরুদ্ধে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, দমদম থানার সহযোগিতা তো দূর-অস্ত উলটে বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি তাঁরা। এরপর বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে ঘটনার কথা জানানো হয়। চাপে পড়ে নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বৈদ্যনাথকে। ধৃতের বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি প্রকাশ্যে আসতেই ধৃত আদৌ মানসিকভাবে সুস্থ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

[আরও পড়ুন: মালগাড়ির চালকের আসনে ২ মহিলা, বর্ধমানে রেলের নতুন প্রকল্পের সূচনাতেই ইতিহাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement