অর্ণব আইচ: কলকাতা পুলিশের নাম করে হাফ ম্যারাথন আয়োজনের মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, এ বছর তাঁদের তরফ থেকে কোনও ম্যারাথনের আয়োজন করা হয়নি।
সূত্রের খবর, ওই সংস্থার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু হয়েছে। হঠাৎ কেন তারা সরাসরি এ ধরনের বিজ্ঞাপন দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের অনুমতি না নিয়ে তাদের নাম কেন ব্যবহার করা হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
শীতের শুরুতে প্রায় প্রতিবছরই শহরে এই ধরনের হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। এবছর তেমনি এক প্রতিযোগিতার খবর ছড়িয়ে পড়ে শহরে। প্রতিযোগিতার বিজ্ঞাপনে ব্যবহার করা হয় কলকাতা পুলিশের নামও। কিন্তু সেই বিজ্ঞাপন সম্পূর্ণ মিথ্যে, বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার এমনটাই জানাল কলকাতা পুলিশ। তাঁদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনও ম্যারাথনের আয়োজন করেনি পুলিশ। তবে কেন এই ধরণের ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হল? ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তাদের বিশেষ কোনও উদ্দেশ্য রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.