Advertisement
Advertisement
সন্তান

একুশের পথেই ‘একুশি’, শহিদ দিবসে যোগ দিতে আসার পথেই কন্যা প্রসব মহিলার

বর্ধমান থেকে আসার পথে বাসে প্রসবযন্ত্রণা, টবিন রোডের কাছে মেয়ের জন্ম৷

A child born on the way to Kolkata from Burdwan for attending 21July programme
Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2019 5:36 pm
  • Updated:July 20, 2022 5:09 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দিনটা একটু আলাদা৷ কী রাজ্যবাসীর কাছে, কী বর্ধমানের সরকার পরিবারের কাছে৷ সব পথ এসে মিলেছে রাজপথে৷ আর সেই পথের মাঝেই অন্যরকম ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা৷ একুশের সমাবেশে যোগ দিতে এ শহরে পা রাখতেই বর্ধমানের রেখার কোল আলো করে এল এক মেয়ে৷ একুশের শহিদ দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরা মেয়ের নাম রাখলেন – একুশি৷

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় হারে বেতন চাইলে, কেন্দ্রের চাকরি করুন’, প্রাথমিক শিক্ষকদের বার্তা মমতার]

বরাবর বর্ধমানের অধীর সরকার এবং স্ত্রী রেখা তৃণমূলের সমর্থক৷ স্থানীয় বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁদের সরাসরি অবদান, যোগ না থাকলেও পরোক্ষ একটা সমর্থন থাকেই৷ প্রতি বছর একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে বর্ধমান থেকে স্বামী-স্ত্রীর কলকাতায় আসা চাই-ই চাই৷ এবছর রেখার শারীরিক অবস্থা অন্যরকম, তিনি অন্তঃসত্ত্বা৷ তা সত্ত্বেও কাছের মানুষকে সামনে থেকে দেখার, কথা শোনার ইচ্ছেটা ছাড়তে পারেননি৷ ওই অবস্থাতেই বর্ধমান থেকে কলকাতার পথে পাড়ি দিয়েছেন৷

Advertisement

রবিবার বর্ধমান থেকে বাসে চড়ে কলকাতায় আসছিলেন অধীর সরকার ও রেখা সরকার৷ বাসের মধ্যেই প্রসব বেদনা ওঠে রেখার৷ বরানগরের টবিন রোডের কাছে তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন৷ আর সঙ্গে সঙ্গেই মেয়ের নামকরণও করেন – একুশি৷ একুশে জুলাইয়ের সঙ্গে এভাবে মেয়ের জন্মের মুহূর্ত মিলমিশে এক হয়ে যাওয়ায় এমন এক নাম রেখেছেন অধীর-রেখা৷

[আরও পড়ুন: ‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার]

ফি বছর একুশে জুলাই সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে কলকাতায় আসেন বর্ধমানের সরকার দম্পতি৷ আর ফেরেন নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে৷ এবছর তাই রেখার অন্তঃসত্ত্বা হওয়ায় শহিদ সমাবেশে তাদের আসা কোনও বাধা হয়ে দাঁড়ায়নি৷ তবে এবার যা নিয়ে তাঁরা ফিরে গেলেন, সেটাই যে সুন্দরতম, তা আর বলার অপেক্ষা রাখে না৷ এলেন দুজন, আর ফিরে গেলেন এক নতুন সদস্যকে সঙ্গে নিয়ে৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement