Advertisement
Advertisement

Breaking News

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশুর, উত্তেজনা এনআরএস হাসপাতালে

সময়মতো অক্সিজেন পাওয়া যায়নি বলে অভিযোগ শিশুর পরিবারের৷

A chid died in NRS Medical College Hospital
Published by: Sayani Sen
  • Posted:February 9, 2019 12:25 pm
  • Updated:February 9, 2019 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এনআরএস হাসপাতালে৷ অক্সিজেন না পেয়ে শিশুটি মারা গিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের৷ যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ এন্টালি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷

[শতাব্দী এক্সপ্রেসের বিরিয়ানিতে আরশোলা, বমি করে অসুস্থ যাত্রী]

শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল৷ তাই শুক্রবার সকালে বেলেঘাটার বাসিন্দা বছর আটেকের স্নেহা সরকার নামে এক শিশুকে এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয়৷ ভরতিও করা হয় তাকে৷ অভিযোগ, হাসপাতালে ভরতির সময় থেকে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়া সত্ত্বেও ওই শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়নি৷ বারবার চিকিৎসকদের জানানো হলেও তাঁরা শিশুর চিকিৎসার কোনও উদ্যোগ নেননি৷ শুধু তাই নয়, শিশুর পরিবারের আরও অভিযোগ, সন্ধেবেলায় এক চিকিৎসক নিশ্চিত করে জানান স্নেহার শারীরিক কোনও সমস্যা নেই৷ এভাবেই প্রায় চার-পাঁচঘণ্টা কেটে যায়৷ এরপর শুক্রবার রাত পৌনে ন’টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয় শিশুটি মারা গিয়েছে৷ স্নেহার বাবার দাবি, দেহ নিতে গিয়ে তিনি দেখেন তাঁর মেয়ের ঠোঁট, জিভের রং নীল হয়ে গিয়েছে৷ তার নাকের আশেপাশে রক্তের দাগও দেখতে পান শিশুর বাবা৷ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মারা গিয়েছে বলেই দাবি স্নেহার বাবার৷ একমাত্র সন্তানকে হারিয়ে নিজেকে ঠিক রাখতে পারছেন না তিনি৷ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে এন্টালি থানার দ্বারস্থ হয়েছেন তিনি৷ শিশুমৃত্যুর মতো ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি৷ স্নেহার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

[সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাওয়ের স্ত্রীর সংস্থায় তল্লাশি কলকাতা পুলিশের]

রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তা সত্ত্বেও সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভের অন্ত নেই সাধারণ মানুষের৷ দিনকয়েক আগেই এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ ওঠে৷ এবার সেই তালিকাতেই জুড়ল শিয়ালদহের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল বা এনআরএসের নাম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement