Advertisement
Advertisement
Bidhannagar

৫০ লক্ষ টাকা দিতে না পারায় বিধাননগরে প্রোমোটারকে ‘মার’, গ্রেপ্তার যুবক

কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে।

A businessman allegedly beaten in Bidhannagar
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2024 6:13 pm
  • Updated:December 15, 2024 6:14 pm  

বিধান নস্কর, দমদম: দিনেদুপুরে কাউন্সিলরের দাদাগিরি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা দিতে না পাড়ায় প্রোমোটারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। তেঘরিয়ার এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল বাগুইআটি থানার পুলিশ।

বিধাননগর পুরনিগমে বৈধ অনুমতিতে প্রোমোটার কিশোর হালদার নিজের জমিতে বহুতল তৈরি করছেন। তাঁর অভিযোগ, তা সত্ত্বে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চান। প্রথমবার কাউন্সিলরকে ৩ লক্ষ টাকা দেন বলেই দাবি ব্যবসায়ীর। তবে প্রতিদিনই দাবিদাওয়া বাড়তে থাকে। টাকা দিতে পারছিলেন না প্রোমোটার। শনিবার কাউন্সিলর নিজেই প্রোমোটারের কাছে আসেন বলেই দাবি। তাতে দাবিপূরণ করতে পারেননি প্রোমোটার।

Advertisement

রবিবার কাউন্সিলরের অনুগামী হিসাবেই পরিচিত ছাত্রনেতা গোবিন্দ দাস, শুভেন্দু ওরফে বাবাই-সহ কমপক্ষে ৪০ জন প্রোমোটারের উপর চড়াও হয়। অভিযোগ, প্রথমে টাকাপয়সা নিয়ে বাকবিতণ্ডা হয় দুপক্ষের। তবে তা সত্ত্বেও টাকা দিতে অস্বীকার করেন প্রোমোটার। এরপর আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয় প্রোমোটারকে। মাথা ফেটে যায় তাঁর। গলগল করে রক্ত বেরতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন প্রোমোটার ও তাঁর পরিবারের লোকজন। আইনি সাহায্যের আশায় বাগুইআটি থানার দ্বারস্থ হন প্রোমোটার। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। শুভঙ্কর মণ্ডল ওরফে বাবাইকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement