Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গু

করোনার দাপটের মাঝেই ডেঙ্গুর ছোবল, কলকাতায় মৃত কিশোর

কয়েকদিন ধরেই অসুস্থ ছিল ওই কিশোর।

A 12-years-old boy dies of Dengue in Kolkata on Tuesday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2020 5:53 pm
  • Updated:July 28, 2020 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে (Corona Virus) শহর কলকাতায় (Kolkata) ডেঙ্গুর (Dengue) বলি এক কিশোর। মঙ্গলবার কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় বছর বারোর ওই কিশোরের। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চলতি বছরে শহরে প্রথম ডেঙ্গুর বলি এই কিশোর।

জানা গিয়েছে, ফয়জান আহমেদ নামে ওই কিশোর পার্ক সার্কাস এলাকার বাসিন্দা। কয়েকদিন ধরেই তাঁর শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল। সোমবার পরিস্থিতির অবনতি হতে শুরু করে। এরপরই তাঁকে ভরতি করা হয় ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। ইমারজেন্সিতে শুরু হয় তাঁর চিকিৎসা। কিন্তু ডাক্তারদের চেষ্টা শেষমেষ বিফলে যায়। মঙ্গলবার ডেঙ্গুর সঙ্গে লড়াইয়ে হার মানে ওই কিশোর। এই মৃত্যুর খবরই কলকাতাবাসীর আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুণ। একে করোনা তার উপর ডেঙ্গু, জোড়া ফলা থেকে বাঁচার উপায় খুঁজছেন সকলেই।

Advertisement

[আরও পড়ুন: একুশের লক্ষ্যে বড় চমক তৃণমূলের, রাজ্যস্তরের মুখপাত্র হলেন কুণাল ঘোষ ও নুসরত জাহান]

প্রসঙ্গত, এর আগেও চলতি বছরে বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছিল শহর ও জেলায়। কলকাতার অশোকনগরের বাসিন্দা এক প্রৌঢ়ের মৃত্যও হয়েছিল। তবে শুধু ডেঙ্গু নয়, করোনার জীবাণুর অস্তিত্বও মিলেছিল তাঁর শরীরে।

[আরও পড়ুন: বকরি ইদ, রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসে ছাড়, রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন জানুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement