Advertisement
Advertisement
চিকিৎসক

‘নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী’, দাবিতে গণইস্তফা আরজি কর হাসপাতালের ৯৬ চিকিৎসকের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ইস্তফা দুই চিকিৎসকের৷

80 RG Kar Medical College doctors resign amid protest
Published by: Tanujit Das
  • Posted:June 14, 2019 12:54 pm
  • Updated:June 14, 2019 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস কাণ্ডে এবার গণইস্তফা আরজি কর হাসপাতালে৷ এক সঙ্গে ইস্তফা দিলেন বিভিন্ন বিভাগের ৯৬ জন চিকিৎসক৷ বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যবহার করেছেন বিরুদ্ধে এদিন সরব হতে দেখা গিয়েছে এই মেডিক্যাল কলেজের চিকিৎসকদের৷ তাঁদের দাবি, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে৷ বৃহস্পতিবার চিকিৎসকদের গণইস্তফার যে ছবি বৃহস্পতিবার দেখা গিয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজে, শুক্রবার তা ধরা পড়ল উত্তরবঙ্গেও৷ দেশব্যাপী ছড়িয়ে পড়া চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং নিরাপত্তার দাবিতে ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ২৮ চিকিৎসক৷ ইতিমধ্যে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তাঁরা৷

[ আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা, বিজেপি কর্মীকে বেধড়ক মার স্থানীয়দের]

Advertisement

জানা গিয়েছে, ইস্তফা দিয়েছেন হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা৷ এবং ওই বিভাগেরই সহকারী প্রধান উত্তম মজুমদার৷ ইস্তফা দেওয়ার কারণ হিসাবে নিরাপত্তার গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা৷ জানিয়েছেন, তাঁরা পরিষেবা দিতে প্রস্তুত৷ কিন্তু, এর আগে সরকারকে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ প্রশাসনের উদ্দেশে তাঁদের প্রশ্ন, ‘‘যদি আমরাই না বাঁচি, তাহলে মানুষের প্রাণ বাঁচাব কীভাবে?’’ কেবল উত্তরবঙ্গ নয়, একই অচলাবস্থার ছবি ধরা পড়েছে জেলার হাসপাতালগুলিতেও৷ বর্ধমান মেডিক্যাল স্তব্ধ পরিষেবা৷ বাঁকুড়া মেডিক্যাল কলেজেও বন্ধ পরিষেবা৷ যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন রোগীর বাড়ির লোকরা৷ হাসপাতালের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা৷ অন্যদিকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হওয়া অব্যবস্থার অভিযোগ নিয়ে শুক্রবারই রাজভবনে যাচ্ছেন সিনিয়র চিকিৎসকদের একটি দল৷ সূত্রের খবর, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ দায়ের করবেন তাঁরা৷ দাবি তুলবেন তাঁর হস্তক্ষেপের৷

[ আরও পড়ুন: র্মবিরতিই কাড়ল ছেলেকে, নিথর শিশুর দেহ আঁকড়ে হাহাকার যুবকের ]

এনআরএস কাণ্ড এবং বৃহস্পতিবার চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে ওইদিনই ইস্তফা দিয়েছিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৮ জন চিকিৎসক৷ ইতিমধ্যে পদত্যাগ করেছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সুপার সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায়৷ শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন দেশের সমস্ত এইমসের চিকিৎসকরা৷ আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এদিন কর্মবিরতি পালন করছেন দিল্লি-সহ পাটনা, রায়পুর, রাজস্থান ও পাঞ্জাব এইমসের চিকিৎসকরা৷ এনআরএস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি পালন করছেন মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হসপিটালের চিকিৎসকরা৷ একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দিল্লির সফরদর জং হাসপাতাল-সহ আরও বহু হাসপাতালের চিকিৎসকরাও৷ নাগপুর মেডিক্যাল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরাও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement