স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতো এবারও পুজোর আগে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া ৮টি গান। এর মধ্যে ৬টি গান রেকর্ড করা হয়ে গিয়েছে। বাকি দু’টি মুখ্যমন্ত্রীর স্পেন সফরের পরই সম্পূর্ণ হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
জানা গিয়েছে, এই ৬টি গানের মধ্যে একটি ‘শুভ জন্মদিন’ নিয়ে বাংলায় লেখা ও সুর দেওয়া প্রথম গান। এই গানটি মুখ্যমন্ত্রীর স্কটল্যান্ড সফরের সময় প্রাক্তন মুখ্যসচিব মলয় দে’র জন্মদিনে লিখেছিলেন। সুরও দিয়েছিলেন তিনি। হ্যাপি বার্থ ডে-র বদলে এই গান আগামিদিনে ঘরে ঘরে বাজবে বলে আশা। বৃহস্পতিবার বিধানসভায় নিজের ঘরে একান্ত আলাপচারিতায় সেকথা বলেন মুখ্যমন্ত্রী।
ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “সেদিন আমি চন্দননগরে যাচ্ছিলাম। আচমকা দিদির ফোন। ভদ্রেশ্বরে কনভয় থামিয়ে সবাইকে নামিয়ে দিয়ে গাড়িতেই দিদির লেখা ও সুর দেওয়া গান রেকর্ড করি। সঙ্গে সঙ্গে স্টুডিওতে পাঠিয়ে ফাইনাল করে স্কটল্যান্ড পাঠিয়ে দিই।” এদিন গানটির কিছু অংশ গুনগুন করে গেয়ে শোনান স্বয়ং মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন মুখ্যমন্ত্রীর গানগুলি প্রকাশ হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.