Advertisement
Advertisement
Malda

আগরতলা থেকে বাংলায় কেজি কেজি গাঁজা পাচারের ছক! বমাল গ্রেপ্তার ২ মহিলা পাচারকারী

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা।

8 kg ganja recovered from train, 2 person arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2023 11:05 am
  • Updated:December 29, 2023 11:05 am  

সুব্রত বিশ্বাস: বছর শেষে ও নতুন বছর উদযাপনে বিভিন্ন পার্টিতে দেদার গাঁজা জোগান দিতে সক্রিয় ভিনরাজ্যের বিভিন্ন চক্র। উত্তর পূর্ব ভারত থেকে রাজ্যে গাঁজা পাচারের এক বড় চক্রের সন্ধান পেল আরপিএফ। গ্রেপ্তার করা হয়েছে ২ মহিলাকে। তাঁদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আগরতলা থেকে কলকাতাগামী স্পেশালের এসি কামরার দুই মহিলার আচরণে সন্দেহ হয় আরপিএফের সিআইবির। মালদহ স্টেশনে তাঁদের নামিয়ে নেওয়া হয়। তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব‌্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় আট কিলো গাঁজা। যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা। সূত্রের খবর, এই মাদক পাউচে ভরে চার পাশে সুগন্ধি চায়ের প‌্যাকেট সাজিয়ে কলকাতায় আনা হচ্ছিল। কিন্তু ছক সফল হল না।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে রিপোর্ট করুন’, চব্বিশের আগে কোন্দলদীর্ণ উত্তর ২৪ পরগনায় নতুন কোর কমিটি মমতার]

তদন্তকারীদের দাবি, শহরের আশপাশ এলাকায় শীতকালীন পার্টিতে জোগান দেওয়ার উদ্দেশ্যে এই গাঁজা আনা হচ্ছিল মাহিলাদের মাধ‌্যমে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ উত্তর-পূর্বের বেশ কিছু পেডলারের নাম পেয়েছে। যারা বড়সড় চক্রে জড়িত বলে জানিয়েছে আরপিএফ। প্রসঙ্গত, চলতি মাসে হাওড়া স্টেশনে আট লাখ টাকার গাঁজা উদ্ধার করে আরপিএফ। সরাইঘাট এক্সপ্রেস এই গাঁজা অসম থেকে বাংলায় আনা হচ্ছিল।

[আরও পড়ুন: সামনেই রামমন্দিরের উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement