Advertisement
Advertisement
Kolkata Airport Bomb Threat

ফের বোমাতঙ্ক! কলকাতা বিমানবন্দরে ৭ বিমানের জরুরি অবতরণ

কেন বারবার এই হুমকি? নেপথ্যে কে বা কারা? খতিয়ে দেখছে পুলিশ।

7 flight received Bomb threat at Kolkata Airport on Thursday
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 24, 2024 6:15 pm
  • Updated:October 24, 2024 7:20 pm

বিধান নস্কর, দমদম: ফের বোমাতঙ্কের হুমকি! এবার ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে বলে এক্স হ্যান্ডেলের পোস্টকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য। ওই ৭ টি বিমানকে জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। বারবার একই ঘটনার নেপথ্যে কি একই চক্র? কিন্তু কেন বারবার এই হুমকি? খতিয়ে দেখছে পুলিশ।

ঘূর্ণিঝড় ডানার আশঙ্কায় বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একাধিক বিমান বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে একটি পোস্ট। সেই পোস্টে জানানো হয়, ইন্ডিগোর তিনটি-সহ মোট ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে। তড়িঘড়ি বিমানগুলোর জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। বিমানগুলি ইতিমধ্যেই পরীক্ষাও করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে থানায় জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ২২ তারিখও ঠিক একই ঘটনা ঘটেছিল। আকাসা এয়ার ওয়েজের বিমানটি যখন মাঝআকাশে, সেই সময় একটি পোস্ট নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। সেই পোস্টে লেখা ছিল, কলকাতাগামী বিমানে বোমা রয়েছে। তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। বিমানটিকে তৎপরতার সঙ্গে অবতরণ করানো হয়। বড়সড় দুর্ঘটনা এড়াতে আগে থেকেই দমকল মোতায়েন ছিল। যাত্রীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফের একই ঘটনার পুনরাবৃৃত্তি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement