Advertisement
Advertisement

‘অনশনের নামে ব্ল্যাকমেল করা হচ্ছে’, সরব প্রেসিডেন্সির উপাচার্য

সাসপেনশন তোলার দাবিতে আবার অনশনে ছয় পড়ুয়া৷

6 students are blackmailing,  Anuradha Lohia alleged
Published by: Tanujit Das
  • Posted:January 23, 2019 8:33 pm
  • Updated:January 23, 2019 9:43 pm

দীপঙ্কর মণ্ডল: অনশনের নামে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে৷ ছয় ছাত্রের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। স্পষ্ট ভাষায় জানায়ে দিলেন, এই চাপ সৃষ্টি করে কোনও লাভ হবে না৷ কোনও ভাবেই সাসপেন্ড হওয়া তিন ছাত্রের শাস্তি কমাতে পারবেন না তিনি৷

গত ১৯ জানুয়ারি থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশনে বসেছে ছয় ছাত্র৷ অনশন করছে সাসপেন্ড হওয়া তিন ছাত্র আনিসুর হক, অনীক বৈদ্য ও সায়ন চক্রবর্তী৷ এবং এদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনশনে যোগ দিয়েছে আরও তিন ছাত্র আর্য অগ্রহারি, মাল্যবান গঙ্গোপাধ্যায় ও সৌম্যদীপ গোস্বামী৷

Advertisement

[এনআরএস হাসপাতালে শিশুকে কামড় কুকুরের]

প্রসঙ্গত, হিন্দু হস্টেল চালুর দাবিতে কয়েক মাস আগে পর্যন্তও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনশন চালাচ্ছিল পড়ুয়ারা৷ উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপক ও আধিকারিকদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় তাঁরা। মূল দরজাও বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় তিন পড়ুয়াকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। এরাই হলেন আনিসুর হক, অনীক বৈদ্য ও সায়ন চক্রবর্তী৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement