Advertisement
Advertisement
Kanchan Mallick

সন্তান প্রসবে হাসপাতালের খরচ ৬ লক্ষ! বিধানসভায় বিল দিতেই কাঞ্চনকে ঘিরে চর্চা

সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন। সেই টাকা ফেরতও পান তাঁরা। বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ দিয়েছে বিধানসভা। মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না।

6 lacs bill of MLA Kanchan Mallick baby delivery
Published by: Paramita Paul
  • Posted:December 24, 2024 6:37 pm
  • Updated:December 24, 2024 6:53 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: নভেম্বরেই ভূমিষ্ঠ হয়েছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সন্তান কৃষভি। আর সেই সময় হাসপাতালের বিল হয়েছিল ৬ লক্ষ টাকা। সেই বিল জমা পড়েছে বিধানসভায়। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে।

সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন। সেই টাকা ফেরতও পান তাঁরা। বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ দিয়েছে বিধানসভা। মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না। শুধুমাত্র চশমার খরচের ক্ষেত্রে খরচের উর্ধ্বসীমা বাঁধা রয়েছে, ৫ হাজার টাকা। তারপরেও সন্তান ডেলিভারির বিল ৬ লক্ষ টাকা হওয়াই চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালের খরচ ২ লক্ষ টাকা। আর চিকিৎসকের খরচ ৪ লক্ষ টাকা। এ নিয়েই চাঞ্চল্য় ছড়িয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিল খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু জিজ্ঞাসা থাকলে বিধায়ককে ডেকে জেনে নেওয়া হবে। প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানা হবে। দরকারে চিকিৎসককে ডেকে জিজ্ঞেস করা হবে। 

প্রসঙ্গত, দোল পূর্ণিমায়  শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement