নিরুফা খাতুন: বর্ষবরণের রাতে কলকাতার প্রতিটি রাস্তায় ভিড় যে বাড়বে অনেকটা, তা আগেভাগেই টের পেয়েছিল প্রশাসন। তার জেরে আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল শহরের আনাচকানাচ। তা সত্ত্বেও নিয়মভঙ্গকারীদের অভাব নেই। বিভিন্নভাবে বিধিভঙ্গের অভিযোগে ৫৪০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বাজেয়াপ্ত ৮০.৪ লিটার মদ।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানোর দায়ে ধৃত ১৪৮জন। হেলমেটহীন বাইক আরোহী মোট ৯৫ জনকে পাকড়াও করা হয়েছে। অতি দ্রুতবেগে গাড়ি চালানোর দায়ে পুলিশের হাতে ধরা পড়েছে ১৮৭ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশ ১৭৯ জনকে আটক করেছে। এছাড়া নানা অভিযোগে পাকড়াও অন্তত ৫৫ জন।
নিরাপত্তার স্বার্থে কলকাতা পুলিশ রবিবার পার্ক স্ট্রিটকে ৪টি সেক্টরে ভাগ করেছে। সেখানে রয়েছেন সাতজন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হচ্ছে। রয়েছে ড্রোনের ব্যবস্থাও। দূরদূরান্ত থেকে মানুষ পার্ক স্ট্রিটে আসেন। তাঁদের সহায়তার জন্য রয়েছে ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। বছরের প্রথমদিনে রয়েছেন মোট ২৩০০ জন পুলিশ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে। ‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। পার্ক স্ট্রিটে বাইক কিংবা গাড়ি নিয়ে এলে রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে।
হোটেল ও রেস্তরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকদের বাড়তি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে বলেছে পুলিশ। এর আগে বড়দিনেও শহরে বাইক দৌরাত্ম্য চলেছিল। ট্রাফিক আইন লঙ্ঘন, মদ্যপান করে গাড়ি চালানো ও অভব্য আচরণের অভিযোগে বড়দিনের রাত ও দিন মিলিয়ে ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্ষবরণের রাত এবং বর্ষশুরুর সকাল পর্যন্ত গ্রেপ্তার ৫৪০ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.