Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: ইজরায়েল থেকে নিরাপদে দিল্লিতে বাংলার ৫৩ জন, রাজ্যে ফেরানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর

এ বিষয়ে তিনি দায়িত্ব দিয়েছেন মুখ্যসচিবকে।

53 people in Bengal return from Israel, CM Mamata Bannerjee will take initiative to bring them in the state | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2023 5:49 pm
  • Updated:October 13, 2023 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukrain War) পরিস্থিতিতে সেখান থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’ সফল। ইউক্রেনে আটকে পড়া প্রত্যেক ভারতীয় একে একে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। আর রাজধানী থেকে বাংলার প্রবাসীদের জন্য বিনামূল্যে ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। এবার ইজরায়েল-প্যালেস্টাইন (Israel Palestine War)যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েলে আটকে বহু ভারতীয়। তাঁদের উদ্ধারে ভারতের তরফে চালু হয়েছে ‘অপারেশন অজয়’। প্রথম দফায় শনিবার সকালেই ইজরায়েল থেকে দিল্লি ফিরেছেন ২১২ জন ভারতীয়। যার মধ্যে ৫৩ জন বাংলার বাসিন্দা। আর এর পর তাঁদের রাজ্যে ফেরানোর দায়িত্ব নিল সরকার। এদিন X হ্যান্ডলে পোস্ট করে তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শনিবার মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, রাজ্যের মুখ্যসচিব ও দিল্লির তরফে রেসিডেন্ট কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন এ দিকে নজর রাখার জন্য। দিল্লি থেকে বাংলার বাসিন্দাদের নিখরচায় ফেরানো হবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গভবনের সঙ্গে সমন্বয় রেখে তার ব্যবস্থা করতে বলা হয়েছে। ২৪x৭ কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছে। বঙ্গভবনের ২ টি নম্বর এবং নবান্নের একটি নম্বর তিনি পোস্ট করেছেন। এই তিনটি নম্বরে ফোন করে সংশ্লিষ্ট খবরাখবর পাবেন সকলে।

[আরও পড়ুন: সিলমোহর দিল IOC, ১২৮ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত ক্রিকেট]

ইজরায়েলে নানা কাজে এ রাজ্যের অনেকেই যান। কেউ পড়তে, কেউ গবেষণার কাজে, কেউ আবার চাকরির জন্য সেখানে গিয়ে এই যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন। রয়েছেন উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন। ‘অপারেশন অজয়ে’র প্রথম দফায় ফেরা ২১২ জনের মধ্যে রয়েছেন বাংলার ৫৩। এবার তাঁদের রাজধানী থেকে নিজেদের বাড়ি ফেরাবে রাজ্য সরকারই, সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার এক্স হ্যান্ডলে সেটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে অভিষেকের আপ্ত সহায়ককে তলব, ইডির বিরুদ্ধে হাই কোর্টে মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement