Advertisement
Advertisement

Breaking News

অভিনেত্রীর শ্লীলতাহানি, যাদবপুরে গ্রেফতার পাঁচ

বর্ষবরণের রাতে হেনস্থার শিকার হন বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী৷

5 arrested in Jadavpur for allegedly  molesting Tollywood actress
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 2:40 pm
  • Updated:January 10, 2017 3:26 pm  

স্টাফ রিপোর্টার: বর্ষবরণের রাতে যাদবপুরে বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের এক  অভিনেত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ৷ এই পাঁচ অভিযুক্ত হল শেখ সিরাজুদ্দিন (২৬), শেখ সাহিলুদ্দিন (২০), আনন্দ মণ্ডল (২১), গৌতম নস্কর (৩২) ও বিশ্বজিৎ দাস (৩০)৷ সোমবার রাতেই এই পাঁচ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ৷ এরা চারু মার্কেট ও লেক থানা এলাকার বাসিন্দা বলেই পুলিশের তরফে জানানো হয়েছে৷ এদের গ্রেফতারের পাশাপাশি একটি ইনোভা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এই গাড়িটি করেই পাঁচ অভিযুক্ত একটি পানশালার সামনে আসে৷ ওইদিন রাতের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ তাদের গ্রেফতার করেছে৷

শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছিল প্রিন্স আনোয়ার শা রোডের ঢাকার কালীবাড়ির কাছে একটি পানশালার সামনে৷ ওইদিন রাতে অভিযুক্ত পাঁচ জন একটি গাড়িতে করে সেখানে আসে৷ তখন সেখানেই ওই অভিনেত্রী ছিলেন৷ প্রথমে কটূক্তি, তারপর ওই অভিনেত্রীর শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই পাঁচ জন৷ বর্ষবরণের রাতে অভিনেত্রীর সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডও ছিল৷ গাড়ি পার্কিং করা নিয়েই ওই পাঁচ যুবকের সঙ্গে অভিনেত্রী ও তাঁর বয়ফ্রেন্ডের বচসা বাধে৷ বচসার সময়ই ওই অভিনেত্রীর হাত ধরে টানে অভিযুক্ত পাঁচ যুবক৷ এই ঘটনার পরই ওই অভিনেত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷

Advertisement

ঘটনাটি লেক থানা এলাকায় হলেও যাদবপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় যাদবপুর থানার পুলিশ সোমবার রাতে পাঁচ জনকে গ্রেফতার করে৷ বরানগরের বাসিন্দা ওই তরুণীর শ্লীলতাহানির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

ছবি প্রতীকী 

আরও পড়ুন –

(প্রেম ফিরে পেতে প্রেমিকার স্বামীকে খুন করল জিম ট্রেনার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement