Advertisement
Advertisement
Flyovers

রাজ্যজুড়ে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা, পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ মুখ্যমন্ত্রীর

উড়ালপুলের মধ্যে দিয়ে যুক্ত হচ্ছে গোটা কলকাতা শহর।

46000KM new roads will be built statewide, announces CM Mamata Banerjee in interim budget |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 5, 2021 5:55 pm
  • Updated:February 5, 2021 6:11 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: শহর কলকাতা জুড়ে দেবে একাধিক উড়ালপুল, রাজ্যজুড়ে তৈরি হবে হাজার হাজার কিলোমিটার রাস্তা। শুক্রবার রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে সড়ক পরিকাঠামোয় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরও  উল্লেখযোগ্য, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনের সুবিধার্থে রাজ্যের সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে রাজ্য সড়কের সঙ্গে। ‘পথশ্রী’ প্রকল্পে গোটা রাজ্যে নতুন করে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। পরিকাঠামো খাতে এসব একাধিক প্রকল্পে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: কারও বাড়ি নয়, মালদহ সফরে মাঠে বসে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা]

গ্রামীণ সড়ক যোজনায় মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে। সমস্ত গ্রামীণ রাস্তা (Roads) যুক্ত হবে রাজ্য সড়কের সঙ্গে। এদিন বাজেট বক্তৃতায় এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত সংযোগের জন্য বেশ কয়েকটি নতুন উড়ালপুল (Flyovers) ও স্কাইওয়াক তৈরি হবে আগামী দিনে। তার মধ্যে উল্লেখযোগ্য –

Advertisement
  • রুবি-কালিকাপুর স্কাইওয়াক
  • মা উড়ালপুর-বালিগঞ্জ স্কাইওয়াক
  • পার্কসার্কাস কানেক্টর স্কাইওয়াক
  • মা উড়ালপুল-গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল
  • পাইকপাড়া-শিয়ালদহ উড়ালপুল
  • টালা-ডানলপ ৬ লেনের উড়ালপুল
  • এয়ারপোর্ট গেট-যশোর রোড-ভিআইপি রোড উড়ালপুল
  • ইএম বাইপাস-নিউটাউন উড়ালপুল
  • গড়িয়া-যাদবপুর উড়ালপুল
  • উল্টোডাঙা-পোস্তা উড়ালপুল
  • টালিগঞ্জ-যাদবপুর-মাঝেরহাট উড়ালপুল
  • জীবননান্দ সেতু-টিপু সুলতান (আনোয়ার শাহ) উড়ালপুল
  • সোনারপুর বানতলা রোড-সোনারপুর চক্রবেড়িয়া রোডের উপর উড়ালপুল

এছাড়া কলকাতা থেকে বাসন্তী সড়কপথে ১১৭ নং জাতীয় সড়কের উপর চারটি লেনের রাস্তা সংস্কারের কাজ হবে। কোচবিহারের রায়ডাক নদীর উপর ৯.৫ কিমি সেতু তৈরি হচ্ছে। শিলিগুড়ি-দার্জিলিং-মিরিক সংযোগকারী সেতু তৈরি হচ্ছে বালাসন নদীর উপর। 

[আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার মহিলা আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement