সংবাদ প্রতিদিন ব্যুরো: শহর কলকাতা জুড়ে দেবে একাধিক উড়ালপুল, রাজ্যজুড়ে তৈরি হবে হাজার হাজার কিলোমিটার রাস্তা। শুক্রবার রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে সড়ক পরিকাঠামোয় একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরও উল্লেখযোগ্য, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনের সুবিধার্থে রাজ্যের সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে রাজ্য সড়কের সঙ্গে। ‘পথশ্রী’ প্রকল্পে গোটা রাজ্যে নতুন করে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। পরিকাঠামো খাতে এসব একাধিক প্রকল্পে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।
গ্রামীণ সড়ক যোজনায় মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে। সমস্ত গ্রামীণ রাস্তা (Roads) যুক্ত হবে রাজ্য সড়কের সঙ্গে। এদিন বাজেট বক্তৃতায় এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত সংযোগের জন্য বেশ কয়েকটি নতুন উড়ালপুল (Flyovers) ও স্কাইওয়াক তৈরি হবে আগামী দিনে। তার মধ্যে উল্লেখযোগ্য –
এছাড়া কলকাতা থেকে বাসন্তী সড়কপথে ১১৭ নং জাতীয় সড়কের উপর চারটি লেনের রাস্তা সংস্কারের কাজ হবে। কোচবিহারের রায়ডাক নদীর উপর ৯.৫ কিমি সেতু তৈরি হচ্ছে। শিলিগুড়ি-দার্জিলিং-মিরিক সংযোগকারী সেতু তৈরি হচ্ছে বালাসন নদীর উপর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.