Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

সোমবার থেকে কমছে মেট্রো, পাতালপথে হয়রানি বাড়বে যাত্রীদের

সাত নয়, সকালের দিকে ১৪ মিনিটের ব‌্যবধানে পাওয়া যাবে মেট্রো।

40 trips of Metro will reduce in Kolkata Metro from Monday
Published by: Paramita Paul
  • Posted:December 21, 2024 9:06 pm
  • Updated:December 21, 2024 9:06 pm  

নব্যেন্দু হাজরা: নতুন সপ্তাহের শুরুতেই মেট্রো পেতে হয়রানি বাড়বে যাত্রীদের। সাত নয়, সকালের দিকে ১৪ মিনিটের ব‌্যবধানে পাওয়া যাবে ট্রেন। সোমবার থেকে একধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে মেট্রোর সংখ‌্যা। আপ-ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো কম চলবে।

মেট্রোর তরফে সাত মিনিটের ব‌্যবধানে দিনভর মেট্রো চালানোর কথা বলা হলেও সময়সূচিতে দেখা যাচ্ছে, সকাল এবং রাতের দিকে ৮, ১০, ১১ এমনকি ১৪ মিনিটের ব‌্যবধানেও বেশ কিছু মেট্রো দুই প্রান্ত থেকে চলবে। আর এভাবেই সময়ে অদল-বদল করে আপ এবং ডাউন লাইনে ৪০ ট্রিপ মেট্রো কম চালাবে কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, এতদিন সোম থেকে শুক্র এতদিন আপ-ডাউন মিলিয়ে রোজ ২৮৮ ট্রিপ করে মেট্রো চলত। কিন্তু আগামীকাল থেকে তা কমে ২৪৮টি হয়ে যাচ্ছে। এর ফলে মেট্রোর অনেক টাকা সাশ্রয় হবে। এমনিতে মেট্রোয় ১০০ টাকা আয় করতে ২৫০ টাকার বেশি খরচ হয়। ফলে দিনে ৪০ ট্রিপ মেট্রো কম চালালে অনেকটাই খরচ বাঁচাতে সক্ষম হবে কর্তৃপক্ষ।

Advertisement

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন মেট্রো কর্তৃপক্ষের একাংশ। তাঁদের বক্তব‌্য, কখনও বেসরকারিকরণের পথে হাঁটা, কখনও যাত্রীস্বাচ্ছন্দ‌্য শিকেয় তুলে মেট্রোর সময়ে পরিবর্তন–যেন তুঘলকি আচরণ চলছে মেট্রোভবনে। যাত্রীদেরও মেনে নেওয়া ছাড়া উপায় থাকছে না। অনেকেই বলছেন, এমনিতেই প্রয়োজনের তুলনায় মোটরম‌্যান কম মেট্রোয়। তার উপর অন‌্যান‌্য মেট্রোর লাইনগুলো চালুর পথে। ফলে সেখানে মোটরম‌্যানের প্রয়োজন। সবদিক বিচার করেই তাই মেট্রোর ট্রিপ কমানো হচ্ছে নিঃশব্দে। যাত্রীদের বলা হচ্ছে, দিনভর মেট্রো চলবে সাত মিনিট অন্তর। অথচ আদৌ তেমনটা হচ্ছে না। সেই ব‌্যবধান নানা সময়ে নানা রকম থাকছে। সর্বোচ্চ ১৪ মিনিট।

যাত্রীদের বলা হচ্ছে, দমদমের বদলে এবার সব ট্রেনই দক্ষিণেশ্বর থেকে যাতায়াত করবে। এতে যাত্রীদের সুবিধা হলেও বাস্তবে মেট্রোর জন‌্য অপেক্ষা বাড়বে। কারণ এতদিন দিনের একটা বড় সময়ে ছমিনিট অন্তর ট্রেন চলত। তবে আপাতত পরীক্ষামূলকভাবেই এই পরিষেবা বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। মেট্রোর যে সময়সূচি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, সকালের প্রথম একটি মেট্রোর ব‌্যবধান থাকছে ১৪ মিনিট। পরের দুটির ১১, তারপরের তিনটি ১০ মিনিট, একটি ন’মিনিট, চারটি আট মিনিট, তারপরে সাত মিনিট অন্তর চলবে। ১০৬টি ট্রেন চালানো হবে। রাত বাড়লে আবার চারটি আট মিনিট এবং দুটি ট্রেন ১০ মিনিট অন্তর ছুটবে। মেট্রো রেলের মুখ‌্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার বলেন, ‘‘এটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। প্রয়োজনে দুই মেট্রোর ব‌্যবধান কমানো হবে ভবিষ‌্যতে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement