Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

নগরপাল বিনীত-সহ ২ স্বাস্থ্যকর্তাকে সরালেন মমতা, ‘এবার কাজে ফিরুন’, জুনিয়র ডাক্তারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা। 

RG Kar Protest: 4 including Kolkata Police CP will be removed, CM Mamata Banerjee agrees
Published by: Paramita Paul
  • Posted:September 17, 2024 12:12 am
  • Updated:September 17, 2024 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনিয়র ডাক্তারদের দাবি মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েক ও স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার। সরানো হচ্ছে কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও। 

রাজ্য সরকারের ‘শেষ চেষ্টা’য় সাড়া দিয়ে সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীরা। নিজের পাঁচ দফা আন্দোলনে অনড় থেকেই বসেন বৈঠকে। পাঁচ দফার মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। এর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের দাবি। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিল রাজ্য।

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী জানান,

  • “আমরা সবাই অভয়ার বিচার চাই।”
  • “আমাদের মিটিং চলেছে ৬টা থেকে। প্রসেস চলেছে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত। ৪২ জন সই করেছে। আমাদের পক্ষ থেকে মুখ্যসচিব মিনিটসে সই করেছেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের।”
  • “অভিনন্দন যে ওরা এসেছেন এবং বসেছেন বলে। আমরা উভয়পক্ষই খুশি এতক্ষণ আলোচনার জন্য। তারাও বলেছে। আমাদের কথাও বলেছি। ওরা যা বলতে চেয়েছে বলতে দিয়েছি। বড়দের সৌজন্য বেশি দেখাতে হয়। তাই ওদের বলতে দিয়েছি। সিবিআই কেসটা দেখছে। অভয়ার শ্রদ্ধা জানিয়ে শুরু হয়।”
  • “ওদের সন্দীপ ঘোষকে নিয়ে দাবি ছিল। সিবিআই তদন্ত চলছে।  আরেকটা হল স্বাস্থ্যসচিব, ডিএমই, ডিএইচএসদের পদত্যাগ। কিন্তু সবাইকে সরালে প্রশাসন চলবে কী করে। তবে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে আমরা সরিয়ে দিচ্ছি। ওরা যেহেতু বলছে ওদের উপর আস্থা নেই। তাই সরাচ্ছি। কিন্তু ওদের দুজনকে আমরা অসম্মান করিনি। চারটে পয়েন্টের মধ্যে তিনটে মেনে নিয়েছি।”
  • “কাল ৪টের পর সিপি বদল হবে। কাল কলকাতা পুুলিশের সিপি-সহ আরও বদল হবে। কাল বলে দেওয়া হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই দেওয়া হয়েছে। পুলিশ সারাক্ষণ কাজ করে। তাদের দিকটাও দেখা উচিৎ।”
  • “ওইদিন নর্থ ডিসি আগে পৌঁছেছিলেন। তাঁকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল। সেই সিদ্ধান্ত হয়েছে। কাকে দায়িত্ব দেওয়া হবে বলে দেওয়া হবে।”
  • “মুখ্যসচিবকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থাকবেন। কাদের কী দাবি থাকবে সেটা ওখানে জানানো হবে।”
  • “আমরা ওদের দাবি বেশি মেনেছি। কারণ ওরা ছোট। তোমাদের কাছে আমাদের দাবি থাকবে তোমরা হয়তো ফিরে গিয়ে আলোচনা করবে। করো । মিনিটসে সই করেছ। তোমরা এবার আগে কাজে যোগ দাও।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement