Advertisement
Advertisement

Breaking News

ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণা, গোয়েন্দাদের জালে ৪ অভিযুক্ত

উদ্ধার অত্যাধুনিক গ্যাজেট ও একটি মার্সেডিজ গাড়ি৷

 4 Cyber criminals held in Kolkata

ছবি: প্রতীকী।

Published by: Tanujit Das
  • Posted:December 1, 2018 12:24 pm
  • Updated:December 1, 2018 12:24 pm  

অর্ণব আইচ: ভুয়ো কল সেন্টারের নামে আর্থিক প্রতারণা চক্র ফাঁস কলকাতায়৷ অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ৷ ধৃতদের নাম আনোয়ারুল মোল্লা, মহম্মদ সাহিল কুরেশি, মহম্মদ আমিরুল হক ও আখতার আলম৷ প্রগতি ময়দান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে প্রচুর গ্যাজেট-সহ একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের জেরা করে এই চক্রের মূলে পৌঁছাতে চাইছেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷

[চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার]

Advertisement

জানা গিয়েছে, কল সেন্টারের নাম করে একটি ভুয়ো সংস্থা খুলেছিল ধৃতরা৷ বিগত আট মাস ধরে রমরমিয়ে চলছিল তাদের এই জাল কারবার৷ অভিযোগ, এই সংস্থার নাম করেই বিদেশি নাগরিকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলত অভিযুক্তরা৷ কাউকে বলা হত সফটওয়্যার আপডেট করে দেওয়া হবে অথবা কাউকে বলা হত অ্যান্টি-ভাইরাস ইনস্টল করে দেওয়া হবে৷ লালবাজারের আধিকারিকরা জানিয়েছেন, কোনও তথ্যপ্রমাণ না রাখার জন্য হোয়াটসঅ্যাপের সাহায্য নিয়েছিল অভিযুক্তরা৷ তারা যোগাযোগ করত হোয়াটসঅ্যাপের ভয়েস কলের মাধ্যমে৷ সেখানেই বিভিন্ন কাজের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হত বিদেশি নাগরিকদের কাছ থেকে৷

[কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য]

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম শাখার কাছে এই ধরনের প্রতারণার অভিযোগ আসছিল৷ অভিযোগ আসছিল, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এবং অভিযোগকারীরা বেশিরভাগই বয়স্ক ব্যক্তি বা মহিলা৷ জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই গোপনে এই চক্রের খোঁজ শুরু করেন লালবাজারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা৷৷ ধৃতের বিরুদ্ধে যথোপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অত্যাধুনিক গ্যাজেট৷ যেগুলির সাহায্যেই এই প্রতারণা চক্র চালাত তারা৷ পাশাপাশি, উদ্ধার হয়েছে একটি মার্সেডিজ গাড়ি৷ সূত্রের খবর, আরও তদন্তের খাতিরে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে পারে সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement