Advertisement
Advertisement
করোনা মোকাবিলা

করোনা মোকাবিলায় শামিল ‘সংবাদ প্রতিদিন’, পাঠকদের সচেতন করতে বদলে গেল মাস্টহেড

সামাজিক দূরত্ব বাড়ান। করোনা মোকাবিলায় এখন এটাই সময়ের দাবি।

Keep Social Distancing, Initiative by Sangbad Pratidin for the readers
Published by: Subhamay Mandal
  • Posted:March 25, 2020 2:43 pm
  • Updated:March 30, 2020 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক দূরত্ব বাড়ান। করোনা মোকাবিলায় এখন এটাই সময়ের দাবি। আর তাই অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ীদের সচেতন করতে এগিয়ে এল ‘সংবাদ প্রতিদিন’। খেয়াল করে দেখেছেন হয়তো আজ, বুধবার বদলে গিয়েছে আপনার প্রিয় সংবাদপত্রের মাস্টহেড। পাঠকদের সুস্থতা কামনায় সদা প্রচেষ্ট আপনার প্রিয় সংবাদপত্র মারণ ভাইরাসের গ্রাস থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছে, দূরত্ব বজায় রাখুন। এর আগেও বিভিন্ন সামাজিক উৎসবের দিন বদলে গিয়েছিল ‘সংবাদ প্রতিদিন’-এর মাস্টহেড। কিন্তু সেসব সুখের সময় এখন নয়। এখন সচেতন থাকার সময়। তার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অবশ্যই বাড়িতে থাকুন। সংবাদ আপনার কাছে পৌঁছে দেবে ‘সংবাদ প্রতিদিন’।

Advertisement

 

করোনা প্রতিরোধে এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। ব্যতীত নয় আমাদের দেশও। এই পরিস্থিতিতে অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ের জন্য কাছের মানুষদের থেকেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে তিনি হাতজোড় করে দেশবাসীর কাছে অনুরোধ করেছেন, ঘরে থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সবাইকে কাতর আরজি জানাচ্ছেন, বাড়িতে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। তাই দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে পাঠকের শুভকামনায় ‘সংবাদ প্রতিদিন’ আজ, বুধবার সংবাদপত্রের প্রথম পাতায় মাস্টহেড-এ সচেতনতা বার্তা হিসাবে সেই আপ্তবাক্যই তুলে ধরেছে। তা হল, ‘দূরত্ব বজায় রাখুন। বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।’

[আরও পড়ুন: এবার করোনা মোকাবিলায় শামিল রাজ্যের ১৬টি আয়ুশ হাসপাতালও]

 

সময়ের দাবি মেনে ‘সংবাদ প্রতিদিন’-এর সমস্ত পাঠককে তাই বিনীত অনুরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখুন। অবশ্যই বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা সদা কাঙ্খিত।

[আরও পড়ুন: কেন্দ্রের কাজ তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়ায়, লকডাউনে হোমটাস্ক বিজেপির নেতা-কর্মীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement