সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজ হবে। সেই কারণে সপ্তাহান্তে ফের শিয়ালদহ-বনগাঁ শাখার বাতিল একাধিক ট্রেন। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। এদিকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানাল রেল।
রেল সূত্রে খবর, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজে কাজ হবে। শনিবার রাত থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত কাজ চলবে। সেই কারণে বাতিল করা হচ্ছে মোট ৩৮ টি লোকাল ট্রেন। দেখে নিন বাতিল থাকবে কোন কোন ট্রেন।
শনিবার
শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)
রবিবার
বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন)
দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন)
বনগাঁ-মাঝেরহাট-30342
লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন)
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন)
হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145
মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358
মাঝেরহাট-বারাসত- 30351।
বারাসত-বনগাঁ- 33361
বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439
বারাসাত–দত্তপুকুর: 33357
দত্তপুকুর–শিয়ালদহ: 33616
ঘুরপথে চলবে যে ট্রেনগুলি-
বনগাঁ-মাঝেরহাট: 30344
হাসনাবাদ-বিবাদী বাগ: 30322
হাসনাবাদ- মাঝেরহাট: 30324
শিয়ালদহ-বনগাঁ: 33819, 33821, 33823
শিয়ালদহ-হাসনাবাদ: 33513, 33515, 33519
শিয়ালদহ-হাবরা: 33653
শিয়ালদহ-গোবরডাঙ্গা: 33681
মাঝেরহাট-দত্তপুকুর: 30317
শিয়ালদহ-দত্তপুকুর: 33617
মাঝেরহাট-হাসনাবাদ: 30361
মাঝেরহাট-হাবড়া: 30333
বনগাঁ-শিয়ালদা: 33816, 33822, 33824, 33826।
হাসনাবাদ-শিয়ালদহ: 33516, 33518।
হাবড়া-শিয়ালদা: 33654
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.