সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ নম্বর রবিনসন স্ট্রিটের কথা সহজে ভুলে যাওয়া যাবে না৷ ২০১৫ সালের কলকাতার কিছু সাড়া জাগানো শিরোনামগুলির অন্যতম ছিল রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড৷ এই ৩ নম্বর রবিনসন স্ট্রিটের ১২০ বছর পুরনো বাড়িতেই দিদি দেবযানী এবং পোষ্য সারমেয়র মৃতদেহের সঙ্গে ছয় মাস কাটিয়েছিলেন পার্থ দে৷ এবার সেই বাড়িই নাকি বিক্রি হয়ে গেল৷
শেক্সপিয়র সরণি থানা এলাকার এই বাড়িটি ১ বিঘা ৩ কাঠার জমির উপর অবস্থিত৷ এই বাড়ির অর্ধেক অংশ ছিল পার্থ দে’র বাবা অরবিন্দ দে’র নামে এবং অর্ধেক অংশ ছিল তাঁর কাকা অরুণ দে’র নামে৷ জানা গিয়েছে, ২৭ কোটি টাকা মূল্যে বিক্রি হল এই বাড়ি৷
কিন্তু কে সাহস করে কিনলেন এই বাড়ি?
জানা গিয়েছে, পার্থ দে’র কাকা অরুণ দে’ই নাকি বাড়ির অর্ধেক অংশ কিনে নিয়েছেন৷
যদিও, বর্তমানে মিশনারিজ অফ চ্যারিটির আশ্রিত পার্থ এই ঘটনা মানতে চান নি৷ তাঁর দাবি, বাড়ি বিক্রি করার কথাবার্তা চললেও এখনও পর্যন্ত সেই বাড়ি বিক্রি হয়নি৷ পাশাপাশি অরুণ বাবুকেও এই বাড়ি কেনার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এই গোটা বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চান নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.