ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: হুজুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদ্রাসা ছাড়ল তিন নাবালক! মঙ্গলবার ভোররাতে তারা মাদ্রাসা থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। এরপর ট্রেন ধরে শিয়ালদহে আসে। তিনজনকে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে দেখে আরপিএফের সন্দেহ হয়। শিয়ালদহ মেন পোস্টের আরপিএফ তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জেনেছে, মাদ্রাসার হুজুর তাদের উপর অত্যাচার করত।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গা একটি মাদ্রাসার ছাত্র তিনজনই। বছর তেরোর তিন ছাত্রের মধ্যে দু’জন দেগঙ্গার বাসিন্দা। একজনের বাড়ি দমদমে। একদিকে এই অত্যাচার অন্যদিকে বাড়ির দারিদ্র্য, দ্বিমুখী সমস্যার মুখে পড়ে বিচলিত হয়ে পড়ে তারা। তিন বন্ধু মিলে মাদ্রাসা ছাড়ার পরিকল্পনা নেয়। সোমবার গভীর রাতে তিনজন ফন্দি আঁটতে শুরু করে। সবার অলক্ষ্যে ভোর রাতে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর ট্রেন ধরে শিয়ালদহ আসে।
পরিকল্পনা ছিল ভিন রাজ্যে পাড়ি দেওয়ার। একদিকে অভিজ্ঞতা না থাকা, অন্য দিকে পকেটে পয়সা না থাকায় তারা শিয়ালদহ স্টেশনেই ঘোরাঘুরি করতে থাকে। এই অবস্থায় সিসিটিভির নজরদারিতে ধরা পড়ে বিষয়টি। মেন পোস্টের আরপিএফ ইন্সপেক্টর গুরুপ্রসাদ জানান, তিনজনকে স্টেশনেই ধরে ফেলে আরপিএফ। জিজ্ঞাসাবাদে জেনেছে, হুজুরের অত্যাচারে তারা মাদ্রাসা ছেড়ে পালিয়ে এসেছে। এরপর তিনজনকে ধরে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় আরপিএফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.