Advertisement
Advertisement

গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বাবা-মা-মেয়ের, চাঞ্চল্য কলকাতায়

আহতরা ভরতি কলকাতা মেডিক্যাল কলেজে৷

3 members of a family from Goabagan attempted suicide

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:September 5, 2019 7:22 pm
  • Updated:September 5, 2019 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল বাবা-মা-মেয়ে৷ বৃহস্পতিবার সকলে ঘটনাটি ঘটে বড়তলার গোয়াবাগান লেনে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ আহত তিনজনই কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করা হয় বলে সূত্রের খবর৷

[ আরও পড়ন: ‘শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও মানবিক হোন’, পরামর্শ মুখ্যমন্ত্রীর ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, আহতদের নাম প্রভাত সিং, শোভা সিং ও নন্দিনী সিং৷ প্রভাত পেশায় ফুচকা বিক্রেতা৷ বছর বারোর মেয়ে নন্দিনীকে নিয়ে দীর্ঘদিন ধরেই বড়তলার গোয়াবাগান লেনে থাকেন তাঁরা৷ প্রায়দিনই স্ত্রী শোভার সঙ্গে ঝামেলা হত প্রভাতের৷ চিৎসার শোনা যেত তাঁদের৷ এদিন সকালেও তেমনই হয়৷ এরপর হঠাৎই গায়ে আগুন লাগিয়ে দেয় তারা৷ অগ্নিগদ্ধ অবস্থায় মেয়ে নন্দিনীকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে প্রভাত৷ জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়ে দোতলা থেকে তাদের গায়ে জল
ঢেলে দেন এক প্রতিবেশী৷ বাড়ি থেকে শোভার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে, তাকেও উদ্ধার করেন প্রতিবেশীরাই৷

[ আরও পড়ন: নারদ কাণ্ডে ইকবাল আহমেদের বাড়িতে সিবিআই, কণ্ঠস্বর রেকর্ড করলেন তদন্তকারীরা ]

এরপর খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে আসে বটতলা থানার পুলিশ৷ ইতিমধ্যে আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করা হয়৷ কেন এই ঘটনা ঘটিয়েছে সিং পরিবার, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷ ঘটনার সঙ্গে পারিবারিক অশান্তির যোগ রয়েছে৷ নাকি এর পিছনে কোনও বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গিয়েছে, আহতরা একটু সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement