সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বেপরোয়া গতির বলি কলকাতায়। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এক বাইকে ধাক্কা মারে বিলাসবহুল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুজন। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ময়দান থানার পুলিশ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মাঝরাতে এক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দুজনের। তাঁরাও বাইক আরোহী বলে খবর।
রবিবার সকাল ময়দানে শরীরচর্চা করতে এসেছিলেন তিন যুবক। বাইকে চেপেই বাড়ি ফিরছিলেন তাঁরা। ঠিক সেই সময় ক্ষিদিরপুর থেকে আগত একটি বিলাসবহুল গাড়ি বাইকটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিন আরোহী। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তিনজনের মাথাতেই হেলমেট ছিল না বলে খবর।
এদিকে ধাক্কা মারার পর গাড়িটি নিয়ে পালাতে চেষ্টা করেছিলেন চালক। কিন্তু ট্রাফিক পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল হয়। কিড স্ট্রিটের কাছে গাড়িটি আটক করে পুলিশ। চালককে আটক করে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
অন্যদিকে শনিবার রাত দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গাছে ধাক্কা মারে একটি বাইক। দুই আরোহীরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.