Advertisement
Advertisement
Bus strike

মার্চে টানা ৩ দিন বাস ধর্মঘট, দেড় দশক পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদ

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও দেয় তারা।

5 association calls 3 days bus strike in Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 29, 2024 3:53 pm
  • Updated:February 29, 2024 4:21 pm

নব্যেন্দু হাজরা: মার্চে পর পর তিনদিন বাস ধর্মঘটের ডাক দিল একাধিক বাস সংগঠন। দেড় দশক পুরনো বাস বাতিলের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংগঠনের কর্তারা। একই দাবিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার পরিবহণ ভবন অভিযানের ডাক দিয়েছিল বাস সংগঠন। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও দেন তাঁরা।

শহর ও শহরতলিতে দূষণ কমাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে ১৫ বছরের পুরনো গাড়ির বাতিলের উপর জোর দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যেই একাধিক বাসের বয়স ১৫ বছর হয়ে যাবে। সেক্ষেত্রে বাতিল হবে একটা বড় অংশের বেসরকারি বাস, ট‌্যাক্সি। তা আটকাতেই পথে নেমেছেন পরিবহণ মালিকরা।

Advertisement

[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর]

বাস সংগঠনগুলির দাবি, করোনার সময় প্রায় বছর দুয়েক বাসগুলি বসেছিল। তাই ১৫ বছর পার করলেও তাঁদের গাড়িগুলো যেন এখনই বসিয়ে দেওয়া না হয়। অন্তত দু’বছর তার সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল বাসসংগঠগুলোর তরফে। এই বিষয়ে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া না হলে টানা ৭২ ঘণ্টা হুঁশিয়ারি দিয়েছিল গণ পরিবহণ বাঁচাও কমিটি।  এবার মার্চের ১৮, ১৯ ও ২০ তারিখ ধর্মঘটের ডাক দিল তারা। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

গণ পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে থাকা ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘‘করোনার সময় টানা দু’বছর বাস চলেনি। যেহেতু বাস চলেনি সেই বিষয়টিকে বিবেচনা করে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ১৫ বছরের গাড়ি বাতিলের মেয়াদ বৃদ্ধি করা হোক।’’এই দাবিতেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনি বাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টার ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত অন্তত ১৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement