Advertisement
Advertisement

সিএমআরআই কাণ্ডে গ্রেফতার তিন

রাতভর তল্লাশি কলকাতা পুলিশের।

3 Arrested in connection with CMRI brawl
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 16, 2017 8:02 am
  • Updated:February 16, 2017 8:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএমআরআই-এ হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাকেশ ধানুক, জিয়াউদ্দিন শেখ ও শেখ সোনি। বুধবার রাতে খিদিরপুর ও একবালপুরে রাতভর তল্লাশি চালায় কলকাতা পুলিশ। খিদিরপুর থেকে গ্রেফতার করা হয় এই তিনজনকে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

৫০ টাকা রোজে জেলে মোমবাতি বানাবেন শশীকলা

Advertisement

রোগী মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় ডায়মণ্ড হারবার রোডের ক্যালকাটা মেডিকাল রিসার্চ ইনস্টিটিউট (সিএমআরআই)। এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীয় আত্মীয়রা। প্রাণে বাঁচতে হাসপাতাল ছেড়ে পালাতে বাধ্য হন কর্মীরা। আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যেও। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী।

পিটিআই সূত্রে খবর, হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। ভাঙচুরকারীদের শনাক্ত করে শুরু হয় তল্লাশি। গ্রেফতার করা হয় রাকেশ ধানুক, জিয়াউদ্দিন শেখ ও শেখ সোনিকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

রোগীমৃত্যুর জের, সিএমআরআই হাসপাতালে ব্যাপক ভাঙচুর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement