Advertisement
Advertisement
Ipl

আইপিএলের মাঝে শহরে ফের বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার ৩

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

3 arrested from Kolkata for Ipl betting

প্রতীকী চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 19, 2024 1:22 pm
  • Updated:April 19, 2024 1:22 pm  

নিরুফা খাতুন: ফের অভিযান চালিয়ে আইপিএলের (IPL) বেটিং চক্র চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রবীণ কোঠারি, বসন্ত কুমার বনশালি ওরফে ডাবলু ও মনোজ আগরওয়াল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

এবছরের আইপিএলের শুরু থেকে শহরে বেটিং চক্র রুখতে সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata police)। বৃহস্পতিবার পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ চলাকালীন পুলিশের কাছে খবর আসে হেয়ার স্ট্রিট এলাকায় একটি অসাধু চক্র বেটিং চালাচ্ছে। খবর পেয়ে ধৃত প্রবীণ কোঠারির অফিসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বাকি ধৃতদের পাকড়াও করে তারা। ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মোবাইল ফোন থেকে অনেক স্ক্রিনশট পেয়েছেন আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সেই স্ক্রিনশটগুলো ম্যাচের বিভিন্ন সময়ের। যা বেটিংয়ের কাজে লাগানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/৪২০ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্তারা।

Advertisement

[আরও পড়ুন: প্রথম দফা ভোটের LIVE UPDATE: নটা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ১৫ শতাংশ, দেশের মধ্যে সর্বোচ্চ]

এর আগে চলতি আইপিএলে কলকাতার পোস্তা (posta) এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছিল লালবাজার (Lalbazar Police Station) থানার পুলিশ। পোস্তা এলাকায় একটি দোকানের ভিতরে নিজেদের মোবাইলের মাধ্যমে বেটিং চালাচ্ছিলেন অভিযুক্তরা। সেবারও ধৃতদের মোবাইল থেকে বেশ কিছু প্রমাণও পেয়েছিল পুলিশ। গত বছর আইপিএলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে (Eden Gardens) ম্যাচ চলাকালীন জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সেবারও ধৃতদের থেকে উদ্ধার হয়েছিল একাধিক মোবাইল ও ল্যাপটপ।

[আরও পড়ুন: রুশ মিসাইল হামলায় ইউক্রেনে মৃত অন্তত ১৭! নিজেদের দুর্বলতা মানলেন জেলেনস্কি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement