Advertisement
Advertisement
Calcutta Medical College

ক্যানসার আক্রান্তের পেটে সাড়ে ৩ কেজির টিউমার! জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যালে

গত দশ বছরের হাসপাতালের তথ্য বলছে এমন দানবীয় টিউমার কারও পেট থেকে বেরয়নি।

3.5 Kg weigh Tumor taken out from abdomen in Calcutta Medical College

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 18, 2024 1:40 pm
  • Updated:May 18, 2024 1:40 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: বৃদ্ধার পেট থেকে বেরল সাড়ে তিন কেজির টিউমার! গত দশ বছরের হাসপাতালের তথ্য বলছে এমন দানবীয় টিউমার কারও পেট থেকে বেরয়নি। তাও আবার ক্যানসার আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার এই জটিল অস্ত্রোপচার হয়।

রোগিণীর বাড়ি কোলাঘাট। মেডিক্যাল কলেজের ডেভিড হেয়ার ব্লকে ভর্তি ছিলেন। বছর ৬২-র ওই রোগীর পেট কেটে টিউমার বের করার সময় বাঁদিকের কিডনি কেটে বাদ দিতে হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শান্তনু সেন অস্ত্রোপচার করেন। শান্তনুবাবু জানান, বৃদ্ধার পেটের বাঁ দিকের নাড়িভুঁড়ি সব টিউমারের চাপে ডান দিকে সরে ছিল। এমনকি বাম কিডনিকে জড়িয়ে ছিল টিউমার। তাই আত্মীয়দের অনুমতি নিয়ে জীবন বাঁচাতে কিডনি বাদ দিতে হয়েছে।’’

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডে শাহজাহানের আরও সম্পত্তি আটক, হিসেব দিল ইডি]

অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যান করা হয়। প্রাথমিকভাবে বোঝা যায় দানব আকারের টিউমারটি ক্যানসার আক্রান্ত। চিকিৎসা পরিভাষায়,”রেট্রো পেনিটলিয়াল লাইপো সারকোমা।” এই ধরনের টিউমার আবার হতে পারে। কেমোথেরাপিতে টিউমার নির্মূলও করা যায় না। নিয়মিতভাবে চিকিৎসায় থাকতে হবে। অস্ত্রোপচারের যুক্ত ছিলেন অ‌্যানাস্থেশিয়ার প্রধান অধ্যাপক ডা. সুব্রত দে, ডা. হর্ষ দত্ত।

[আরও পড়ুন: শেষ দফা ভোটের প্রচারে আরও জোর দিচ্ছে তৃণমূল, যৌথ সভা মমতা-অভিষেকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement