নিরুফা খাতুন: খাস কলকাতায় বাস দুর্ঘটনা। বেলেঘাটা সিআইটি রোডে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২৯ যাত্রী। দুই বাসের চালককেই আটক করেছে পুলিশ। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
জানা গিয়েছে, এদিন দুপুরে ধামাখালি থেকে একটি বাস দ্রুতগতিতে বাইপাসের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে ৪৪/১ রুটের বাস বাইপাস থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিল। বেলেঘাটা সিআইটি রোডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় দুটি বাসই। আহত হন কমপক্ষে ২৯ জন যাত্রী। দুর্ঘটনার জেরে আটকে পড়ে রাস্তা। যানজট তৈরি হয়। একের পর এক আটকে যায় গাড়ি।
সূত্রের খবর, আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে তাঁদের। দুটি বাসের চালককেই আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বাসদুটির গতি কত ছিল। যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, শহরে প্রায়ই বাসের রেষারেষির ঘটনা চোখে পড়ে। মৃত্যুর ঘটনাও ঘটে। তা সত্ত্বেও সতর্ক হচ্ছে না মানুষ। বারবার গতির জেরে ঘটছে দুর্ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.